TRENDING:

Imran Khan : হঠাৎ দেখা বিয়েবাড়িতে, নিষ্প্রভ দাম্পত্য সত্ত্বেও অবন্তিকাকে আন্তরিক শুভেচ্ছা ইমরানের

Last Updated:

একে অন্যকে এড়িয়ে গেলেন না ইমরান খান (Imran Khan) ও অবন্তিকা মালিক (Avantika Malik) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : এক বিয়েবাড়িতে হঠাৎই দেখা ৷ একে অন্যকে এড়িয়ে গেলেন না ইমরান খান (Imran Khan) ও অবন্তিকা মালিক (Avantika Malik) ৷ খাতায় কলমে দম্পতি থাকলেও গুঞ্জন, দুই তরকার দাম্পত্যে ফাটল ধরেছে অনেক দিন ৷ সম্প্রতি মুম্বইয়ে এক বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন তাঁরা ৷ সংবাদমাধ্যমে প্রকাশ, দেখা হওয়ার পর একে অন্যকে তাঁরা এড়িয়ে যাননি ৷ বরং অবন্তিকার কাছে গিয়ে আন্তরিক ভাবেই শুভেচ্ছা জানান ইমরান ৷ মেরিন ড্রাইভের এক বিলাসবহুল হোটেলে ৷
advertisement

তাহলে কি আবার কাছাকাছি এসে গিয়েছেন ইমরান-অবন্তিকা? তাঁদের সাম্প্রতিক শরীরী ভাষা সেরকমই বলছে ৷ ফলে গুঞ্জন শুরু হতে দেরি হয়নি ৷ দশ বছরের প্রেমপর্বের পর তাঁরা বিয়ে করেন ২০১১ সালে ৷ একমাত্র মেয়ে ইমারা মালিকের বয়স ৭ বছর ৷ ২০১৯ সালে তাঁদের সম্পর্ক তিক্ততার চরমে ওঠে ৷ শোনা যায়, সে সময় থেকেই তাঁরা আলাদা থাকেন ৷

advertisement

সামাজিক মাধ্যমে অবন্তিকা বেশ সক্রিয় ৷ ইনস্টাগ্রাম হ্যান্ডলে মাঝে মাঝেই শেয়ার করেন মেয়ের ছবি ও ভিডিয়ো ৷ এ বছর মে মাসে অবন্তিকা একটি ইনস্টা রিল শেয়ার করেছিলেন ৷ সেখানে ফুটে উঠেছে ইমারা ও তার পোষ্য কুকুরের বন্ধুত্ব ও একসঙ্গে তাদের বেড়ে ওঠা ৷ তার আদরের পোষ্যের নাম ‘কোকো’ ৷

অন্যদিকে ইমরান সামাজিক মাধ্যমে অপেক্ষাকৃত লো প্রোফাইল বজায় রাখেন ৷ তবে কিছু মাস আগে মেয়ের সঙ্গে সৈকতে সময় কাটানোর সময় পাপারজ্জিদের লেন্সবন্দি হয়েছিলেন ৷ সেখানে দেখা গিয়েছে, বাবা ও মেয়ে দু’জনেই সৈকত থেকে ছুটে ফিরে আসছেন গাড়িতে ৷ কারণ তত ক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

advertisement

ইমরান ও অবন্তিকা ডিভোর্সের আবেদন না করলেও শোনা যাচ্ছে তাঁদের মধ্যে সম্পর্ক কার্যত নিষ্প্রভ ৷ ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তামিল অভিনেত্রী লেখা ওয়াশিংটনে সঙ্গে ইমরানের প্রেমজ সম্পর্কই তাঁর দাম্পত্যে চির ধরার কারণ ৷ তবে ইমরান বা লেখা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বলিউডে শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা ইমরান পূর্ণাঙ্গ নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন ‘জানে তু...ইয়া জানে না’ ছবিতে ৷ ২০০৮ সালে জেনেলিয়া ডি’ সুজার বিপরীতে তাঁর এই ছবি ছিল সুপারহিট ৷ তার পর ‘কিডন্যাপ’, ‘লাক’, ‘ডেলহি বেলি’, ‘বম্বে টকিজ’, ‘কট্টি বট্টি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির সাফল্য ফিরে পাননি ৷ অধরা থেকে গিয়েছে প্রত্যাশিত সাফল্যও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Imran Khan : হঠাৎ দেখা বিয়েবাড়িতে, নিষ্প্রভ দাম্পত্য সত্ত্বেও অবন্তিকাকে আন্তরিক শুভেচ্ছা ইমরানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল