বুধবার ইমন সোশ্যাল মিডিয়ায় লেখেন, আর বিলম্ব না না ৷ এই পোস্ট দেখেই সকলে ধরে নিয়েছিলেন তিনি মা হতে চলেছেন৷ কমেন্টের বন্যা বয়ে গেছে নেটদুনিয়ায়৷ সকল অনুরাগীরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন ইমন ও নীলাঞ্জনকে৷ অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে মুখ খুললেন ইমন৷
advertisement
আরও পড়ুন-লাল রঙের শিং পরে নতুন কাণ্ড ঘটালেন উরফি, ভিডিও দেখে লজ্জায় মুখ ঢাকবে নেটজনতা
আরও পড়ুন-হাত ধরাধরি করে প্রকাশ্যেই প্রেমে মজেছেন অমিতাভের নাতনি, কার সঙ্গে গেলেন মুভি ডেটে, ফাঁস ছবি
বৃহস্পতিবার সাতসকালেই সমস্ত গুঞ্জন উস্কে নতুন পোস্ট করেন ইমন৷ জল্পনায় জল ঢেলে ইমন সটান জানিয়ে দেন , তিনি মা হচ্ছেন না৷ পোস্টে লেখেন, বন্ধুগণ, আমি আমার গানের কথা বলছিলাম৷ অন্য কোনও ভাল খবর হলে আমরা নিজেরাই দেব৷ দয়া করে অন্য কিছু এখনই ভাববেন না৷ এই পোস্ট ভাইরাল হতেই মন ভেঙেছে ভক্তদের৷ তবে সঠিক সময় আসলেই যে তিনি সন্তান নেবেন তা সকলেই বুঝেছেন৷
নিজের মনের মানুষ নীলাঞ্জন ঘোষের সঙ্গে আপাতত সুখের সংসার করছেন গায়িকা। বিয়ের পর থেকে যেন আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা। নিজের কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছেন গায়িকা৷