অনেকেই ইমনের এই প্রতিবাদকে সুযোগের ‘সদ্ব্যবহার’ বলে মনে করেছে। আবার কেউ কেউ ইমনকে কাঠগড়ায় তুলেছেন। গায়িকা নিজে যখন মঞ্চে হিন্দি গান করতে দ্বিধাবোধ করেন, তবে এই প্রতিবাদ কেন? প্রশ্ন তাঁদের। অবশেষে সব কিছুরই উত্তর দিলেন ইমন।
ফেসবুকে একটি পোস্টে ইমন লেখেন, ‘সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরনের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষরা। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকে। কোথাও কেউ কোনও ভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব। একই ভাবে প্রতিবাদ করব।’
advertisement
পরিশেষে ইমন লেখেন, ‘সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেই ভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।’