আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জুলাই মাসে নিজের বিদশি সঙ্গীর পরিচয় ফাঁস করে ১ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তাঁর ছেলের নাম কোয়া ফিনিক্স ডলান। এবার ছেলের মুখ দেখালেন নায়িকা। শুক্রবার থ্যাঙ্কস গিভিং ডে-তে ছেলের ছবি শেয়ার করে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইলিয়ানা। ছাই রঙা টুপিতে মাথা ঢাকা একরত্তির।
advertisement
যৌনতা এবং যৌনজীবন নিয়ে বরবারই স্পষ্টবক্তা ইলিয়েনা ডি’ ক্রুজ। এর আগে বলিউড নায়িকা বলেছিলেন যৌনতায় তিনি তৃপ্তি পান। যৌনতা তাঁকে তরুণ রাখে এবং যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তাঁর দ্বিধা নেই। ফলে সুন্দরী এই বলিউড নায়িকা সাহসিনীও নিজের মতামত প্রকাশ করার দিক থেকে।
8
বরফি-তে বাঙালি তরুণীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমন ছুঁয়ে যায়। রণবীর কপূর, প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি তিনিও নজর কেড়ে নেন। এর পর বলিউডে পর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘ম্যায়ঁ তেরা হিরো’, ‘হ্যাপি এন্ডিং’, ‘রুস্তম’-সহ বেশ কিছু ছবিতে কাজ করেন তিনি। আপাতত ছেলেকে নিয়েই তাঁর জীবন।