TRENDING:

আদুরে ভঙ্গিতে ধরা দিলেন ছবিশিকারিদের লেন্সে, রিচা-আলির বিয়েতে প্রেমিকার সঙ্গে নজরকাড়া অতিথি হৃতিক

Last Updated:

Hrithik Roshan and Saba Azad: সুপারস্টারের বাহুলগ্না ছিলেন তাঁর বিশেষ বান্ধবী সাবা আজাদ৷ ছবিশিকারিদের লেন্সে আদুরে ভঙ্গিতে ধরা দেন এই জুটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নববিবাহিত দম্পতি রিচা চড্ঢা এবং আলি ফজল৷ মঙ্গলবারের সেই পার্টিতে সকলের নজর কেড়ে নিলেন হৃতিক রোশন৷ কারণ সুপারস্টারের বাহুলগ্না ছিলেন তাঁর বিশেষ বান্ধবী সাবা আজাদ৷ ছবিশিকারিদের লেন্সে আদুরে ভঙ্গিতে ধরা দেন এই জুটি৷ হৃতিকের পরনে ছিল পশ্চিমী আভিজাত্যের চিরাচরিত সাদা কালো যুগলবন্দি৷ প্রেমিকা সাবা পরেছিলেন ট্র্যাডিশনাল সবুজ পোশাক৷ সাজসঙ্গ ছিল মানানসই গয়না৷ চুল বেঁধেছিলেন পরিপাটি খোঁপায়৷
advertisement

বিশেষ দিনে বিশেষ এই অনুষ্ঠানের জন্য রিচা বেছেছিলেন বহু রঙা গাউন৷ আলি পরেছিলেন ইন্দো ওয়েস্টার্ন সাদা কালো ফিউশন পোশাক৷ শুধু রিচা-আলির বিয়ের আসরই নয়৷ ইদানীং মায়ানগরীর অনেক জায়গাতেই৷ সামাজিক মাধ্যমেও একে অন্যের ছবিতে নজরকাড়া মন্তব্য করতে ভুলে যান না৷ কিছু দিন আগেই তাঁরা একান্তে নিভৃতে অবসর কাটিয়ে এসেছেন প্যারিস থেকে৷ তাঁদের নিয়ে গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই৷ অবশেষে এ বছরই এপ্রিলে হৃতিক তাঁর নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে৷ রোশন পরিবারেরও সাবাকে বেশ পছন্দ বলেই জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন : কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার

প্রসঙ্গত বহু তরুণীর হৃদয় ভঙ্গ করে হৃতিক ২০০০ সালে বিয়ে করেন সুজান খানকে৷ তাঁদের মতো পাওয়ার কাপলের বিচ্ছেদও ছিল অনুরাগীদের কাছে অকল্পনীয়৷ কিন্তু ভক্ত ও অনুরাগীদের হতাশ করে বিয়ের ১৪ বছর পর দাম্পত্যে ইতি টানেন তাঁরা৷ বিয়ে ভেঙে যাওয়ার দীর্ঘ দিন পর ফের প্রকাশ্যে হৃতিকের নতুন সম্পর্ক৷ তবে দুই সন্তান হ্রেহান ও হৃদানের জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান৷

advertisement

আরও পড়ুন :  সুহানা, আরিয়ান থেকে করণ জোহর...মাধুরীর ছবি 'মজা মা'-র স্ক্রিনিংয়ে চাঁদের হাট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাজের দিকে হৃতিক সম্প্রতি অভিনয় করলেন সইফ আলি খানের সঙ্গে, ‘বিক্রম বেধা’ ছবিতে৷ মাধবন ও বিজয় সেতুপতি অভিনীত একই নামের তামিল ছবির রিমেক এই ছবিটি৷ পাশাপাশি পরের বছর মুক্তি পাওয়ার কথা হৃতিক ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আদুরে ভঙ্গিতে ধরা দিলেন ছবিশিকারিদের লেন্সে, রিচা-আলির বিয়েতে প্রেমিকার সঙ্গে নজরকাড়া অতিথি হৃতিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল