বিশেষ দিনে বিশেষ এই অনুষ্ঠানের জন্য রিচা বেছেছিলেন বহু রঙা গাউন৷ আলি পরেছিলেন ইন্দো ওয়েস্টার্ন সাদা কালো ফিউশন পোশাক৷ শুধু রিচা-আলির বিয়ের আসরই নয়৷ ইদানীং মায়ানগরীর অনেক জায়গাতেই৷ সামাজিক মাধ্যমেও একে অন্যের ছবিতে নজরকাড়া মন্তব্য করতে ভুলে যান না৷ কিছু দিন আগেই তাঁরা একান্তে নিভৃতে অবসর কাটিয়ে এসেছেন প্যারিস থেকে৷ তাঁদের নিয়ে গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই৷ অবশেষে এ বছরই এপ্রিলে হৃতিক তাঁর নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন সামাজিক মাধ্যমে৷ রোশন পরিবারেরও সাবাকে বেশ পছন্দ বলেই জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন : কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার
প্রসঙ্গত বহু তরুণীর হৃদয় ভঙ্গ করে হৃতিক ২০০০ সালে বিয়ে করেন সুজান খানকে৷ তাঁদের মতো পাওয়ার কাপলের বিচ্ছেদও ছিল অনুরাগীদের কাছে অকল্পনীয়৷ কিন্তু ভক্ত ও অনুরাগীদের হতাশ করে বিয়ের ১৪ বছর পর দাম্পত্যে ইতি টানেন তাঁরা৷ বিয়ে ভেঙে যাওয়ার দীর্ঘ দিন পর ফের প্রকাশ্যে হৃতিকের নতুন সম্পর্ক৷ তবে দুই সন্তান হ্রেহান ও হৃদানের জন্য নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন হৃতিক ও সুজান৷
আরও পড়ুন : সুহানা, আরিয়ান থেকে করণ জোহর...মাধুরীর ছবি 'মজা মা'-র স্ক্রিনিংয়ে চাঁদের হাট
কাজের দিকে হৃতিক সম্প্রতি অভিনয় করলেন সইফ আলি খানের সঙ্গে, ‘বিক্রম বেধা’ ছবিতে৷ মাধবন ও বিজয় সেতুপতি অভিনীত একই নামের তামিল ছবির রিমেক এই ছবিটি৷ পাশাপাশি পরের বছর মুক্তি পাওয়ার কথা হৃতিক ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এর৷