TRENDING:

জন্মদিনে হৃত্বিককে কী বললেন প্রাক্তন স্ত্রী সুজেন ?

Last Updated:

অনেকে মনে করেন, বিবাহ বিচ্ছেদ মানেই প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে একেবারে সম্পর্কে ছেদ ! তবে একথআ যেন ভুল বার বার ভুল প্রমাণিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনেকে মনে করেন, বিবাহ বিচ্ছেদ মানেই প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে একেবারে সম্পর্কে ছেদ ! তবে একথআ যেন ভুল বার বার ভুল প্রমাণিত করে চলেছেন হৃত্বিক রোশন ও সুজেন খান ! তাই তো মঙ্গলবার হৃত্বিকের জন্মদিনে রীতিমতো ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে হৃত্বিককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুজেন ৷
advertisement

সম্প্রতি দুবাইয়ে পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন হৃত্বিক, সুজান আর দুই ছেলে ৷ সঙ্গে ছিলেন সুজানের পরিবার ৷ তবে এই প্রথম নয়, ছেলেদের কল্যাণে সুজান ও হৃত্বিকের মাঝে মধ্যেই দেখা হচ্ছে৷

তবে জন্মদিনে সুজানের তরফ থেকে এরকম শুভেচ্ছা পাবেন হৃত্বিক তা যেন ভাবেনই ৷ ইনস্টাগ্রামে ছবি আপলোড করে হৃত্বিককে স্পেশাল শুভেচ্ছা জানালেন সুজান ৷

advertisement

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে যখন হৃত্বিককে নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে ৷ সেই সময়ও হৃত্বিকের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন সুজান ৷ প্রতিবাদ করেছিলেন হৃত্বিকের হয়েই ৷ হৃত্বিকও অবশ্য সব সময় সম্মান জানিয়ে এসেছে সুজানের সঙ্গে বন্ধুত্বকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
জন্মদিনে হৃত্বিককে কী বললেন প্রাক্তন স্ত্রী সুজেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল