TRENDING:

পূজা হেগড়ের সঙ্গে স্ন্যাপ চ্যাটে একী করলেন হৃত্বিক !

Last Updated:

গোটা বলিউড জানে হৃত্বিক রোশন খুব একটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকেন না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গোটা বলিউড জানে হৃত্বিক রোশন খুব একটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকেন না ৷ তাও আজকাল ট্যুইটে আছেন তিনি ৷ তবে বলিউডের অন্যান্য নায়ক-নায়িকারা যেভাবে একের পর আপডেট দেন ট্যুইটে, হৃত্বিকের তেমন কোনও অভ্যাস নেই ৷ তবে হৃত্বিক আছেন নিয়মিত ইনস্টাগ্রামে ৷ তবে গল্পটা স্ন্যাপ চ্যাটের৷
advertisement

নায়িকা পূজা হেগড়েকে সঙ্গে নিয়ে ‘মহেঞ্জো দারো’র প্রোমোশনে আপাতত দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন হৃত্বিক ৷ আর এই প্রোমোশনের সময়ই ঘটল এক অদ্ভুত ঘটনা ৷

নায়িকা পূজা হেগড়ে, হঠাৎই তাঁর মোবাইল নিয়ে এসে হৃত্বিকের মুখের সামনে ধরলেন ৷ আর হৃত্বিককে বললেন কিছু বলতে ৷ হৃত্বিক তো হতবাক ! তিনি জানতেই না, ব্যাপারটা লাইভ স্ন্যাপ চ্যাট ষ রীতিমতো চমকে গেলেন হৃত্বিককে ক্যামেরার সামনেই মুখ থমথমে ৷ পূজাকে বলে উঠলেন ‘আমাকে আগে বলবে তো !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তবে ব্যাপারটা হালকা ভাবেই নিয়েছেন হৃত্বিক ৷ তাই ট্যুইটারে নিজেই পোস্ট করেছেন সেই স্ন্যাপচ্যাট ভিডিও !

বাংলা খবর/ খবর/বিনোদন/
পূজা হেগড়ের সঙ্গে স্ন্যাপ চ্যাটে একী করলেন হৃত্বিক !