শালিনী নানা অভিযোগ করেন। ২০১১ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর থেকেই বদলে যায় হানির ব্যবহার। কথা দিয়েছেন বলে বাধ্য হয়ে বিয়ে করেছেন হানি, এমনটাও শুনতে হয় শালিনীকে। একের পর এক অভিযোগ। এমনকি ১৮ ঘণ্টা খাবার না দিয়ে ঘরে আটকে রেখেছিলেন শালিনীকে হানি সিং। বিয়ের আংটি পর্যন্ত লুকিয়ে রাখতেন। কেউ জানতেন না হানি সিং বিয়ে করেছেন। ঘরে স্ত্রী থাকতেও বহু মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতেন হানি সিং। সে বিষয়ে প্রশ্ন করলেই শালিনীর কপালে জুটত মার এবং অত্যাচার। শুধু শারীরিক নয় মানসিক অত্যাচারও করা হয়েছে তাঁকে। এমনকি হানি সিংয়ের বোন ও বাবাও অত্যাচার করতেন শালিনীর ওপর।
advertisement
হানি সিংয়ের বাবার বিরুদ্ধেও অভিযোগ করেছেন শালিনী। তাঁর অভিযোগ হানি সিংয়ের বাবা যৌন হেনস্থা করতেন। জানান, একদিন নিজের ঘরে পোশাক বদলাচ্ছিলেন শালিনী। সে সময় হানি সিংয়ের বাবা জোর করে ঘরে ঢুকে যৌন হেনস্থা করে। এই অভিযোগের পর এখনও হানি সিংয়ের তরফে কিছু জানানো হয়। ২৮ অগাস্টের মধ্যে জবাবদিহি করতে হবে হানি সিংকে।