TRENDING:

Viral Video | Nicole Richies Hair Caught Fire: নিজের জন্মদিনের পার্টিতে কেক কাটতে গিয়ে চুলে আগুন ধরল অভিনেত্রীর! পরের পরিণতি চমকে দেবে...

Last Updated:

যে ঘটনার ভিডিও আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video | Nicole Richies Hair Caught Fire)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জীবনের ৪০ তম জন্মদিনে হই হই তো হবেই। তেমনই নিজের ৪০-এর বার্থডে উপলক্ষে আউটডোরে জমকালো পার্টির আয়োজন করেছিলেন মার্কিন টেলিভিশন অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার নিকোল রিচি (Nicole Richie)। কিন্তু সেই জন্মদিনের পার্টিতে যে এমন ভয়াবহ কাণ্ড ঘটে যাবে, তা হয়তো স্বপ্নেও কেউ ভাবেননি। জন্মদিন উপলক্ষে কেকের আয়োজন করা হয়েছিল নিকোলের (Nicole Richie) জন্য। সেই কেকের উপর বসানো হয়েছিল মোমবাতি। ফুঁ দেওয়ার জন্য ঝুঁকে কেক কাটতে গিয়েই হল মারাত্মক বিপত্তি (Viral Video | Nicole Richies Hair Caught Fire)। যে ঘটনার ভিডিও আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video | Nicole Richies Hair Caught Fire)।
নিজের জন্মদিনের পার্টিতেই চুলে আগুন ধরল অভিনেত্রীর! পরের পরিণতি চমকে দেবে...
নিজের জন্মদিনের পার্টিতেই চুলে আগুন ধরল অভিনেত্রীর! পরের পরিণতি চমকে দেবে...
advertisement

'সিম্পল লাইফ' তারকা-অভিনেত্রীর জন্মদিনের কেকের উপর ছিল তাঁরই ছোটবেলার ছবি। তাতেই মোমবাতি বসানো হয়েছিল কাটার আগে। জন্মদিনের হই হই পার্টিতে তখন অনেকেই মোবাইল বের করেছেন কেক কাটার ভিডিও করবেন বলে। আর সেখানেই ধরা পড়ল সেই মারাত্মক ঘটনা। জন্মদিনের (Birthday) কেক কাটতে গিয়ে আচমকাই নিকোলের চুলে আগুন ধরে যায় (Viral Video | Nicole Richies Hair Caught Fire)৷ নিকোল যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করেন, তা ভাইরাল (Viral) হয়ে যায় নিমেষের মধ্যে৷ ইনস্টাগ্রামে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে নিকোল লিখেছেন, 'আচ্ছা... এখন পর্যন্ত ৪০। এরপরেই তিনি আগুনের ইমোজি দিয়েছেন।'(Viral Video | Nicole Richies Hair Caught Fire)

advertisement

তিনি এই ভিডিও পোস্ট করার পর পরই এতে ১৫ হাজারের বেশি কমেন্ট পড়েছে। ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন, তিনি ভালো আছেন কিনা। ২০১০ সালে জোল ম্যাডেনকে বিয়ে করেন নিকোল রিচি। তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁর স্বামী এই ভিডিওতে মজা করে লিখেছেন, 'এটা বেশ গরম'। এমনকী নিকোলের বন্ধু প্যারিস হিলটনও কমেন্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তিনি ভালো রয়েছেন কিনা তার খোঁজ নিয়েছেন।

advertisement

আরও পড়ুন: সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নিকোলের এমন ভিডিও দেখে চমকে উঠেছেন কেটি পেরি। তিনি লিখেছেন, 'দাঁড়াও, হতে পারে না, দাঁড়াও, হে ঈশ্বর'। নিকোলের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে এবং জানা গিয়েছে, বড়সড় ক্ষতি এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। তিনি ভালো আছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Nicole Richies Hair Caught Fire: নিজের জন্মদিনের পার্টিতে কেক কাটতে গিয়ে চুলে আগুন ধরল অভিনেত্রীর! পরের পরিণতি চমকে দেবে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল