আক্ষরিক অর্থেই 'ঈশ্বরদত্ত' গলা! 'বোহেমিয়ান রেপসোডি', 'উই আর দ্য চ্যাম্পিয়ন্স', 'সম বডি টু লাভ', 'উই উইল রক ইউ', 'রেডিয়ো গাগা'-- কী সব গান-সুর! আজও মাদকতায় পূর্ণ। একই রকম ভাবে নতুন। ফ্রেডি মার্কারি বা ফারুক বালসারা-র মৃত্যুর প্রায় ২৮ বছর পরেও। ফ্রেডি ছিলেন এক বর্ণময় চরিত্র৷ এ হেন ফ্রেডির ভূমিকায় যখন রামি মালেককে বাছা হয়েছিল, তখন ফ্রেডির ভক্তদের মনে সংশয় জেগেছিল, ফ্রেডিকে কি পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব? সব ভুল ভাঙে, যখন ২০১৮ সালের মে মাসে যখন ট্রেলারটি রিলিজ করল, তখন বিখ্যাত Live Aid কনসার্টে রামিকে জাস্ট চেনা যায়নি৷ যেন সাক্ষাত্ ফ্রেডি৷ ডেনিম জিন্স, অ্যাডিডাসের জুতো, সাদা গেঞ্জি পরা৷ সামনে গোটা ওইম্বলি স্টেডিয়াম ফেটে পড়ছে চিত্কারে৷ পিয়ানোয় বেজে উঠল বোহেমিয়ান রাপসোডি৷ রামি মালেক প্রমাণ করলেন, বড় পর্দায় তিনিই এই মুহূর্তে ফ্রেডি৷
advertisement
ফ্রেডির মৃত্যুর এত বছর পরেও এ বিশ্ব যে তাঁকে মনে রেখেছে, 'বোহেমিয়ান রাপসোডি' তা প্রমাণ করল৷ অস্কার হাতে নিয়ে রামি বললেন, 'ছবিটা খুব ডিসটার্বড ছবি৷ একজন গে রকস্টার স্ট্রাগল করছে৷ আমি ভাবতেই পারিনি, বোহেমিয়ান রাপসোডি আমায় অস্কার এনে দেবে৷ এখনও ভাবতে পারছি না৷'
গোটা বিশ্বে 'বোহেমিয়ান রাপসোডি' অঢেল প্রশংসা কুড়িয়েছে৷ ভারতেও যে এত ফ্রেডি-ভক্ত রয়েছেন, ছবিটির সাফল্যই তার প্রমাণ৷ হ্যাঁ, ফ্রেডি বেঁচে আছেন৷ মানুষের মনে৷ অস্কারের মঞ্চে৷ রামি মালেককে কুর্নিশ৷
আরও ভিডিও: বোহেমিয়ান রাপসোডি-র ট্রেলার