TRENDING:

১৯৯৮ থেকে আজ! ২১ জন মহিলার সঙ্গে প্রেম করেছেন লিওনার্ডো ডি ক্যাপ্রিও! তাঁরা কারা?

Last Updated:

২১ জন সুন্দরী, অতীব সুন্দরী, গা শিরশির করা সুন্দরী মহিলার সঙ্গে প্রেম করেছেন হলিউডের সদা তরুণ সুপারস্টার-- লিওনার্ডো ডি ক্যাপ্রিও,

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলস: মানছি, ১জন ২-জন নন! ২১ জন সুন্দরী, অতীব সুন্দরী, গা শিরশির করা সুন্দরী মহিলার সঙ্গে প্রেম করেছেন হলিউডের সদা তরুণ সুপারস্টার-- লিওনার্ডো ডি ক্যাপ্রিও, কিন্তু তাই বলে আপনি হিংসে করবেন? হিংসে করবেন না, চেষ্টা করুন! বড়রা বলেছেন, দেখে দেখে জ্বলতে নেই, লুচির মতো ফুলে যাবেন! আরে বাবা, কষ্ট না করলে কী আর রাধা মেলে? আপাতত পড়ে ফেলুন, কারা ছিল সেই সুন্দরী--
advertisement

লিওনার্ডো ডিকেপরিও-র প্রথম প্রেমিকা ছিলেন মডেল ব্রিজেট হল। ১৯৯৮-এ তাঁদের ব্রেক আপ হয়ে যায়।  প্রাকৃতিক নিয়ম--শূন্য বলে কিছু নেই! কাজেই, শূন্যস্থান পূরণ করতে, সেবছরই চলে এলেন মডেল বিট্যানি ড্যানিয়েল। মাঝখানে শোনা গেল, নাওমি ক্যাম্পবেল-এর সঙ্গে চলছে 'টাইটানিক' স্টারের প্রেমপর্ব। কিন্তু, এখন অবশ্য তাঁরা খুব ভাল বন্ধু। একসঙ্গে বেড়াতেও যান দু'জনে।

advertisement

Naomi Campbell

১৯৯৫ থেকে ১৯৯৮ পর্যন্ত 'ক্যাচ মি ইফ ইউ ক্যান' স্টারের প্রেমের ডায়েরিতে রাজ করতেন মডেল ক্রিস্টেন জ্যাং। কিন্তু, শোনা যায়, লিওনার্ডোকে নাকী ছেড়ে গিয়েছিলেন ক্রিস্টেন-ই।

আরও পড়ুন- প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা, রেণুর চরিত্রে অদিতি রাও হায়দারি

advertisement

ক্রিস্টেন চলে গেলেন! শোকে বিহ্বল নায়ক! আবার সেই শূন্যস্থান পূরণের নিয়ম! 'টাইটানিক'-এর পর 'জ্যাক'-কে বাঁচিয়ে তুলতে এলেন 'ভিকটোরিয়া সিক্রেট' মডেল হেলেনা ক্রিস্টেনসেন। ১ বছর...প্রেমে গদগদ লিওনার্ডো আর হেলেনা! কিন্তু সব ইক্যুয়েশন তো আর মেলে না! এবার, অঙ্ক মেলাতে এলেন 'দ্য স্পিসিজ' খ্যাত অভিনেতা নাতাশা হেন্সট্রজ। কিন্তু, ফর্মুলা তাঁরও জানা ছিল না! এরকমই একটা সময়ে, কোনও এক ম্যাগাজিন-এর কভারে মডেল অ্যাম্বার ভ্যালেট-কে দেখে লিওনার্ডো-র মনে হল, এই সেই মেয়ে! এই পারবে এতদিনের না মেলানো ইক্যুয়েশনটা মেলাতে! কিন্তু হায়! বাঁদর তেল-মাখা বাঁশ বেয়ে কতবার উঠল আর কতবার নামল? এই জটিল অঙ্ক যেমন মেলেনা, তেমনি মিলল না, অ্যাম্বার-এর সঙ্গে তাঁর সমীকরণ! বিচ্ছেদ!কিন্তু ফিজিক্সের নিয়মে, স্থবীর বলে কিছু নেই! সবই চলছে! তাই চলতে থাকল 'দ্য অ্যাভিয়েটর'স্টারের প্রেমের রেলগাড়ি! এবারের যাত্রী, অভিনেতা বিজো ফিলিপস-এর। নায়িকাকে 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'-এ ব্রেকও দিলেন নায়ক! কিন্তু 'ব্রেক' করে করে গেল তাঁদের সম্পর্ক।ডেনড্রাইট নিয়ে এলেন 'ভিকটোরিয়া সিক্রেট' মডেল এভা হার্জিগোভা! কিন্তু ভেজালের বাজারে আঠাটাও ছিল ভেজাল! ১ মাসেই চটে গেল!

advertisement

Eva Herzigova

নাহ! না মেলা ইক্যুয়েশন মেলাতে এবার যেদ চেপে গেল 'ব্লাড ডায়মন্ড' স্টারের। এবার সফল হতেই হবে! ২০০০ সাল থেকে টানা পাঁচ বছর তিনি আর কোনওদিকে তাকালেন না! মন দিয়ে সমীকরণ কষে গেলেন হলিউডি স্টার গিসেল বান্ডচেন-এর সঙ্গে। কিন্তু কোথাও একটা ভুল হয়েছিল! উত্তর মিলল না! কিন্তু হাল ছাড়লেন না লিওনার্ডো! আরেকবার চেষ্টা... এবার 'ভিকটোরিয়া সিক্রেট' মডেল বার রাফেলি। পাতার পর পাতা অঙ্ক কষছেন নায়ক, উত্তর এই মিলল বলে! এই করে কেটে গেল ছ'টা বছর! ২০০৫ থেকে ২০১১। মিলল না অঙ্ক! ক্লান্ত নায়ক অবশ্য অঙ্ক কষতে কষতে ক্লান্ত হয়ে গিয়ে মাঝেমাঝেই যেতেন 'ভিকটোরিয়া সিক্রেট' মডেল অ্যানি ভ্যালিতসিনা-র কাছে। একটু অক্সিজেন তো চাই!

advertisement

Bar Refaeli

এবার ২০১২! খাতা পেন নিয়ে নতুন উদ্যমে নামলেন ' ইণসেপশন' স্টার। খাতায় সেই না মেলানো অঙ্কটা নতুন করে টুকেছেন। উলটো দিকে ব্লেক লাইভলি। কিন্তু খাতার প্রথম পাতা ওলটানোর আগেই...! এটা মানতে পারলেন না লিওনার্ডো! অভিনেতা রিয়ান রেনল্ডস-এর সঙ্গে গাটছড়া বেঁধে ফেললেন ব্লেক!

আরও পড়ুন-'সামার কুল' অবতারে শাহ রুখ কন্যা সুহানা

মন খারাপ, ফোন খারাপ, সম্বল বলতে একটা না মেলা অঙ্ক... তখন তিনি অস্ট্রেলিয়ায়। 'দ্য গ্রেট গ্যাটসবাই'-এর শুটিং করছেন। অঙ্ক মেলাতে এলেন মডেল ম্যাডালিনা ঘেনিয়া। কিন্তু যথারীতি মিলল না! তারপর এলেন এলেন এরিন হিদারটোন। তাও মিলল না! তারপর, 'ভিকটোরিয়া সিক্রেট' মডেল টনি গার্ন। তাও মিলল না! তারপর এলেন, কেলি রঢ়ব্যাচ! সেটা ২০১৫ সাল। গুজব ছড়ালো, অঙ্ক নাকী মিলে গিয়েছে! এনগেজমেন্ট হবে কেলি আর লিওনার্ডোর! কিন্তু ধুর! ওই যে, শেষে এসে কী একটা হল!

না মেলা অঙ্ক নিয়ে হাঁটতে থাকলেন নায়ক! একেএকে এলেন গায়িকা রিহানা, এলেন আইরিশ টিভি প্রেসেন্টার লরা হুইটমোর, এলেন ভিকটোরিয়া লি রবিন্সন! কিন্তু...

আর না, এবার মেলাবেন তিনি মেলাবেন! গতবছর থেকে ২০ বছরের সুন্দরী মডেল ক্যামিলা মোরোন-এর সঙ্গে খাতা পেন নিয়ে বসেছেন তিনি! এবার স্বয়ং পিথাগোরাসও আটকাতে পারবেন না!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন-নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলেন ফারহান আখতার

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৯৯৮ থেকে আজ! ২১ জন মহিলার সঙ্গে প্রেম করেছেন লিওনার্ডো ডি ক্যাপ্রিও! তাঁরা কারা?