করোনা (Coronavirus) পরিস্থিতিতে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর আটকে যায় একাধিক সিনেমার মুক্তি। পিছিয়ে দিতে হয় ডেট। করোনার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর হলিউডের সর্বপ্রথম বিগ বাজেটের ছবি নোলানের টেনেট। তাঁরই লেখা গল্পের উপরে গোয়েন্দাভিত্তিক এই ছবির হাত ধরেই হলিউডে যাত্রা শুরু করেছেন ডিম্পল।
এই সিনেমায় প্রিয়া সিং (Priya singh)-এর চরিত্রে দেখা গিয়েছে ৬৩ বছর বয়সী ডিম্পল (Dimple Kapadia)-কে। তা ছাড়াও দেখা গিয়েছে হলিউডের (Hollywood) বিখ্যাত অভিনেতা জন ডেভিড ওয়াশিংটন (John David Washington), রবার্ট প্যাটিনসন (Robert Pattinson), এলিজাবেথ দেবিকি (Elizabeth Debicki), কেনেথ ব্রানাঘ (Kenneth Branagh) ও অন্য়ান্যদের।
advertisement
আর প্রিয়া সিংয়ের চরিত্রে ডিম্পলের কাজই মুগ্ধ করেছে নোলানকে। ডিম্পলকে লেখা নোটে নোলান লিখেছেন, শ্রদ্ধা, ভালোবাসা ও আপনার কাজে মুগ্ধ। তার পরই লিখেছেন, আপনাকে কী বলি ডিম্পল। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি উদ্বুদ্ধ। আপনি যে ভাবে প্রিয়া সিংকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, তা প্রসংশনীয়। অভিনয় দক্ষতা ও কঠোর পরিশ্রম ও তা টেনেটে দেওয়ার জন্য ধন্যবাদ।
নোলানের এই নোট দেখার পরই তা নিয়ে ট্যুইট করেন অভিনেতা অক্ষর কুমার (Akshay Kumar)। ডিম্পল ও নোলানের একটি ছবি ও নোটের ছবি শেয়ার করে উচ্ছ্বসিত অক্ষয় লেখেন, জামাই হিসেবে আমার গর্বের সময়। সিনেমার রিলিজের সন্ধ্য়ায় ক্রিস্টোফার নোলান ডিম্পল কাপাডিয়াকে অভিনন্দন জানিয়ে একটি নোট লিখেছেন। আমি যদি তাঁর জায়গায় থাকতাম তা হলে খরবটা শোনার পর আপ্লুত হয়ে জায়গা থেকে নড়তেই পারতাম না। তবে, আমি দেখেছি টেনেটে তাঁর অভিনয়ের ম্যাজিক এবং সত্যিই তাঁর জন্য গর্বিত।
শুধু জামাই বা পরিচালকই নয়, টেনেট-এ ডিম্পলের অভিনয় নজর কেড়েছে সমালোচকদেরও। অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। হলিউডে যাত্রা শুরু নিয়ে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন সবাই। এ বিষয়ে ডিম্পলের কাছ থেকে এখনও পর্যন্ত অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।