অভিনেত্রী লিখেছেন, ‘ধর্মেন্দ্র একজন স্নেহশীল বাবা, বন্ধু এবং ভরসা করার মতো মানুষ। পরিবারের সবার সঙ্গেই তাঁর আন্তরিক সম্পর্ক ছিল।’ নিজেদের কিছু সুখস্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি।
advertisement
প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’৷ টিনসেল টাউনে নেমে এসেছে গভীর শোকের ছায়া৷ বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি৷ কিন্তু ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় অভিনেতা৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র৷ অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা৷ তাঁর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু এবার সমস্ত গুজবকে সত্যি করেই না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ৷
