TRENDING:

অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীত শোলে-কেও পিছনে ফেলে দিয়েছিল ৪৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি, বক্স অফিস কালেকশন দেখে চমকে গিয়েছিলেন নির্মাতারাও

Last Updated:

আর সেই সুযোগই তাঁর সামনে এনে দিয়েছিল মনোজ কুমারের একটি মাল্টি-স্টারার ছবি। যা ১৯৮১ সালে বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতীয় ফিল্ম জগতের সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন দিলীপ কুমার। অথচ একটা সময় ছিল, যখন তিনি নিজের কেরিয়ারে একটা হিটের জন্য একপ্রকার মুখিয়ে ছিলেন। আর সেই সুযোগই তাঁর সামনে এনে দিয়েছিল মনোজ কুমারের একটি মাল্টি-স্টারার ছবি। যা ১৯৮১ সালে বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল।
শোলে-কেও পিছনে ফেলে দিয়েছিল ৪৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি
শোলে-কেও পিছনে ফেলে দিয়েছিল ৪৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি
advertisement

আসলে বলিউডের ব্লকবাস্টার ছবির বিষয়ে কথা উঠলে সবার প্রথমে ‘শোলে’-র নামই মনে আসে। কিন্তু মনোজ কুমারের মাল্টি-স্টারার এই ছবিটিও ব্লকবাস্টারের তালিকাতেই পড়ে। আসলে সমস্ত বয়সের মানুষই দেখেছেন এবং পছন্দও করেছেন এই ছবিটিকে। এমনকী আজকের দিনেও এই ছবিটির কথা মনে রেখেছেন ভক্তরা। তবে এটা বলাই যায় যে, দীর্ঘ ৪৪ বছর আগে মুক্তি পাওয়া সেই ছবি কিন্তু ‘শোলে’ ছবির রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছিল।

advertisement

আরও পড়ুন- ট্রাকচালকের প্রেমে পড়ে ছেড়েছিলেন ঘর, পালিয়ে মন্দিরে বিয়েও করেছিলেন ! এখন মহাবিপাকে পড়ে পুলিশের দ্বারস্থ নবদম্পতি

হেমা মালিনীর অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরাও

মনোজ কুমার এবং হেমা মালিনীর ওই ছবিটির নাম ‘ক্রান্তি’। যা মুক্তি পেয়েছিল প্রায় ৪৪ বছর আগে। বলাই বাহুল্য যে, ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আয়ের নিরিখে ‘শোলে’-কে জোর টক্করের মুখে দাঁড়ি করিয়ে দিয়েছিল। সেই সময়ে এই ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিল। মনোজ কুমারই ‘ক্রান্তি’ ছবিটি পরিচালনা করেছিলেন। সেই সঙ্গে এই ছবিতে অভিনয়ও করেছিলেন। আর ‘ক্রান্তি’ ছবিতে হেমা মালিনীর সৌন্দর্যের জাদুতে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভক্তরা।

advertisement

আরও পড়ুন– নিজের থেকে ৩৭ বছরের বড় সুপারস্টারের মায়ের ভূমিকায় অভিনয়, নিন্দুকেরা বলেই দিয়েছিলেন- কেরিয়ার শেষ ! অথচ এই ছবিটি অভিনেত্রীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল

‘শোলে’-র পরাজয়:

প্রসঙ্গত, ‘ক্রান্তি’ ছবির বাজেট ছিল প্রায় ৩ কোটি টাকা। আর বোঝাই যাচ্ছে যে, সেই সময় ৩ কোটি টাকা কিন্তু মুখের কথা ছিল না! কিন্তু ৩ কোটি টাকায় তৈরি এই ছবিটির বক্স অফিসের কালেকশন ছিল ১৬ কোটি টাকা। সেই সময় ‘শোলে’ ছবির আয়ের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ‘ক্রান্তি’। সমস্ত দেশ জুড়ে এই ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। এমনকী ওই ছবির ‘জিন্দেগি কি না টুটে লাড়ি তো’ গানটি আজও লোকের মুখে মুখে ফেরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর মেলায় সুবিধা বেড়ে গেল পুণ্যার্থীদের! তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্ট্যান্ড,জানুন কোথায়
আরও দেখুন

মনোজ কুমারের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার, শশী কাপুর, হেমা মালিনী এবং পারভিন ববির মতো শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীরা। মূলত ব্রিটিশ রাজের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করেই আবর্তিত হয়েছিল ছবির প্রেক্ষাপট। আর বলাই বাহুল্য যে, দেশপ্রেমের সেই গল্প ভক্তদের মনে এক গভীর ছাপ রেখে গিয়েছিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
অমিতাভ-ধর্মেন্দ্র অভিনীত শোলে-কেও পিছনে ফেলে দিয়েছিল ৪৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি, বক্স অফিস কালেকশন দেখে চমকে গিয়েছিলেন নির্মাতারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল