তাঁর প্রথম বিয়ে আনন্দ-ফাননে হয়েছিল ৷ একটি সংবাদ পত্রের সূত্রে জানা গিয়েছে তাঁর পাকাদেখা অম্বা সান্যালের সঙ্গে হয়েছিল কিন্তু সেই সময়ে তিনি লিভ-ইন রিলেশনে ছিলেন ১৯ বছরের এক মডেল প্রতিমা গুপ্তর সঙ্গে ৷ প্রতিমা গুপ্ত কবীর বেদীর সঙ্গে লিভ-ইনে থাকতে থাকতেই সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন ৷ বাধ্য হয়েই অম্বা গুপ্তর সঙ্গে পাকাকথা হওয়ার পরেও বিয়ে ভেঙে দেন ৷ প্রতিমা গুপ্তর সঙ্গে বিয়ের পরেই তাঁদের সন্তান পূজা বেদী জন্ম নিয়েছিল ৷
advertisement
সূত্রের খবর পূজা বেদীর ৮ মাস বয়সে ৷ প্রতিমা গুপ্ত বেদী অর্থাৎ কবীর বেদীর প্রথম স্ত্রী প্রতিবেশী এক জার্মান যুবকের প্রেমে পড়েছিলেন ৷ এরপরেই নানান সাসংসারিক টানাপোড়েন ফলসরূপ বিয়ের ৫ বছরের মধ্যেই প্রতিমা গুপ্ত বেদী ও কবীর বেদীর ছাড়াছাড়ি হয়েগিয়েছিল ৷ মডেল হওয়ার পাশাপাশি প্রতিমা বেদী একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পীও বটে ৷ পরবর্তী কালে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন ৷ তিনি কৈলাশ মাবন সরোবরে গিয়েছিলেন ৷ সেখানেই ভূমিধসে মৃত হয়েছিলেন তিনি ৷ ১৯৭৪ সালে প্রতিমার নুড ছবি একটি পত্রিকায় বেরিয়েছিল ৷
বাজারে টিকে থাকার জন্য পত্রিকা কর্তৃপক্ষ এমন এক মডেল খুঁজছিলেন যাঁর বোল্ড ছবি তোলপাড় করবে সবদিক ৷ যিনি নুড হয়ে দৌড়ে দৌড়ে ছবি তুলবেন ৷ সেই প্রস্তাবে প্রতিমা রাজিও হয়ে গিয়েছিলেন ৷ মুম্বই বিচে প্রতিমা নুড হয়ে দৌড়েও ছিলেন ৷