ফিল্ম রিভিউ: মূল দৃষ্টি সম্পর্কে, কোণে পরে রইল থ্রিলার
ধাঁধা, ধাঁধার সমাধান ও শেষমেশ গুপ্তধনের সন্ধান ৷ তার মাঝে খলনায়কের প্রবেশ ৷ লোভে পাপ, পাপে মৃত্যু, কেলেংকারি ৷ এই সবই রয়েছে এই ছবিতে ৷ তবে চিত্রনাট্যের ঠাসা বুনোটে, বার বার যেভাবে পরিচালক ভুলে যাওয়া বা ফেলে আসা ছোটবেলা কিংবা বাঙালিয়ানাকে টেনে নিয়ে এসেছেন ছবিতে তা কিন্তু বাহবা পাওয়ার যোগ্য ৷ গোটা ছবিতে টেকনোলজির বাড়াবাড়ি নেই ৷ ক্যামেরার কেতা নেই ৷ চিত্রনাট্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে ঘুরেছে ক্যামেরা ৷ অভিনেতারাও যেন বেশ যত্নবান, নিজেদের চরিত্র নিয়ে ৷ সহজ কথায় বলতে গেলে এই ছবি একেবারে কমপ্যাক্ট ৷ কোনও অংশেই মনে হবে না, একটু বাড়াবাড়ি হচ্ছে বা শ্লথ ৷
advertisement
গুপ্তধনের সন্ধানে দেখে একবারেও মনে হয় না, এ ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি৷ ভীষণ পরিণত তাঁর পরিচালনা ৷ আবির, অর্জুন ও ঝিনুকের অভিনয় একেবারে পারফেক্ট ৷ নজর কেড়েছেন রাজতাভ দত্ত ৷ এই ছবির সংলাপও অনেকটা ধাঁধা ও কবিতার পথ অনুসরণ করেছে, যা কিনা শুনতে ভালো লাগে ৷ শেষমেশ বলতে হয়, ‘গুপ্তধনের সন্ধানে’ ছবিটি মন ভালোর ছবি ৷ যেখানে গোয়েন্দার রহস্যের মধ্যে ঢুকে পড়ে বাঙালির ফেলে আসা সমস্ত অনুভূতি ৷ আর এই উপাদানেই বাজিমাত করেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ৷