গুলজারের অ্যালবামে কম্পোজিশনের দায়িত্বে রয়েছেন শান্তুনু মৈত্র ৷ গেয়েছেন শ্রেয়া ও শান৷ প্রকাশ অনুষ্ঠানে গুলাজর জানালেন, ‘প্রায় চার, পাঁচ বছর ধরে এই অ্যালবাম নিয়ে কাজ করছি আমি, শান, শ্রেয়া, শান্তুনু ৷ আমি চাই রবি ঠাকুরের গানের মিষ্টতা বাংলা থেকে বেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ুক ৷ ’
advertisement
অন্যদিকে শ্রেয়ার কথায়, ‘ছোটো থেকেই রবীন্দ্রসঙ্গীত শুনে আসছি ৷ রবি ঠাকুরের গান দিয়েই গান শেখা শুরু ৷ আর গুলজারের গান দিয়েই বলিউডের গান শেখা শুরি করেছি৷ তাই এই সুযোগ আমার কাছে অন্যমাত্রা এনে দিয়েছে ৷ দারুণ অভিজ্ঞতা ৷’
শান্তুনু মৈত্রের কথায়, ‘আমাকে যখন গুলজার বললেন, রবি ঠাকুরের গান নিয়ে নতুন কিছু একটা করতে হবে, আমি একটু চাপেই পড়েছিলাম ৷ একদিকে রবি ঠাকুরের গান, অন্যদিকে গুলজার সাহাব ৷ খুবই চাপে ছিলাম আমি ৷’
advertisement
With Input From PTI
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2016 5:40 PM IST