TRENDING:

গুলজারের কলমে রবিঠাকুরে গান, শান্তুনু মৈত্রের কম্পোজিশনে গাইলেন শ্রেয়া-শান

Last Updated:

গুলজারের কলমে প্রেমের বর্ষা ৷ কখনও জলের তরঙ্গের সঙ্গে মিলিয়ে গানের ছন্দ, তো কখনও শীতল হাওয়া উষ্ণতার ছোঁয়া ৷ বলিউডের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গুলজারের কলমে প্রেমের বর্ষা ৷ কখনও জলের তরঙ্গের সঙ্গে মিলিয়ে গানের ছন্দ, তো কখনও শীতল হাওয়া উষ্ণতার ছোঁয়া ৷ বলিউডের জন্য যখনই কলম ধরেছেন গুলজার, সৃষ্টি হয়েছে মহান কাব্যের, সৃষ্টি হয়েছে অসামান্য কবিতা, আর তা থেকেই গান ৷ তবে এবার গুলজার কলম ধার করলেন রবি ঠাকুরের কাছ থেকে, নাম দিলেন ‘গুলজার ইন কনভারসেশন উইথ টেগোর’ ৷ মঙ্গলবার প্রকাশ পেল গুলজারের এই অ্যালবাম ৷ একেবারে নতুন রূপে রবি ঠাকুরের গানকে নিজের মতো করে সাজিয়ে তুলেছেন গুলজার ৷ অ্যালবামে বেছে নিয়েছেন ৭টি গান ৷ অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক শান্তুনু মৈত্র, গায়ক শান ও শ্রেয়া ঘোষাল ৷ হাজির ছিলেন জয়া বচ্চনও ৷
advertisement

গুলজারের অ্যালবামে কম্পোজিশনের দায়িত্বে রয়েছেন শান্তুনু মৈত্র ৷ গেয়েছেন শ্রেয়া ও শান৷ প্রকাশ অনুষ্ঠানে গুলাজর জানালেন, ‘প্রায় চার, পাঁচ বছর ধরে এই অ্যালবাম নিয়ে কাজ করছি আমি, শান, শ্রেয়া, শান্তুনু ৷ আমি চাই রবি ঠাকুরের গানের মিষ্টতা বাংলা থেকে বেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ুক ৷ ’

advertisement

অন্যদিকে শ্রেয়ার কথায়, ‘ছোটো থেকেই রবীন্দ্রসঙ্গীত শুনে আসছি ৷ রবি ঠাকুরের গান দিয়েই গান শেখা শুরু ৷ আর গুলজারের গান দিয়েই বলিউডের গান শেখা শুরি করেছি৷ তাই এই সুযোগ আমার কাছে অন্যমাত্রা এনে দিয়েছে ৷ দারুণ অভিজ্ঞতা ৷’

শান্তুনু মৈত্রের কথায়, ‘আমাকে যখন গুলজার বললেন, রবি ঠাকুরের গান নিয়ে নতুন কিছু একটা করতে হবে, আমি একটু চাপেই পড়েছিলাম ৷ একদিকে রবি ঠাকুরের গান, অন্যদিকে গুলজার সাহাব ৷ খুবই চাপে ছিলাম আমি ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

With Input From PTI

বাংলা খবর/ খবর/বিনোদন/
গুলজারের কলমে রবিঠাকুরে গান, শান্তুনু মৈত্রের কম্পোজিশনে গাইলেন শ্রেয়া-শান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল