তাঁর এই অসুস্থতার কথা স্বীকার করেছেন অভিনেতার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দল। এই প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল রাত ১টার সময় তিনি জ্ঞান হারানোর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”
জানা গিয়েছে, বলিউডের এই অভিনেতার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে তাঁর ফলাফলের উপর পরবর্তী চিকিৎসা নির্ভর করছে। চিকিৎসা সংক্রান্ত আর কোনও বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
মূলত মাথায় প্রবল চাপ এবং অস্বস্তি হওয়ার পরেই তিনি জ্ঞান হারান এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনটাই জানিয়েছেন তাঁর ম্যানেজার শশী সিনহা।
আশ্চর্যজনক ভাবে, গোবিন্দা একদিন আগেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান। এরপরেই সামনে আসে এই খবর।
গত বছরও অভিনেতার পায়ে গুলি লেগেছিল। ২০২৪ সালের অক্টোবর মাসে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার সামলানোর সময় সেই দুর্ঘটনা ঘটে।
অভিনেতা তখন কলকাতায় একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে ভোরবেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষ করে তিনি বলেছিলেন, “আমি সকাল পাঁচটার দিকে কলকাতার শো-এর জন্য বেরোচ্ছিলাম… বন্দুকটি পড়ে গেল এবং গুলি ছুটে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম, তারপর দেখলাম রক্ত বেরোচ্ছে ফোয়ারা মতো।”
ঘটনার পর গোবিন্দাকে জুহু এলাকার কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। হাঁটুর নিচে গুলিবিদ্ধ হওয়া স্থানে ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।
গত বছরের সেই দুর্ঘটনার পর সম্পূর্ণ সুস্থ হয়ে গোবিন্দা আবার কাজ শুরু করেছিলেন। এবার তাঁর হঠাৎ অসুস্থতা ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে।
অন্যদিকে, গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনা নিয়ে শিরোনামে উঠে এসেছেন। গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। সুনিতা বলেছিলেন। গোবিন্দাকে তিনি পরের জীবনে স্বামী হিসাবে চান না।
