TRENDING:

বৃষ্টিতে শহরের রাস্তায় জমছে জল ! মুখ্যমন্ত্রীদের ‘মহেঞ্জো দারো’ দেখার প্রস্তাব

Last Updated:

এবার সিনেমাই শেখাবে রাস্তায় জল জমবে না কীভাবে ৷ আর সেই শিক্ষাকে চাক্ষুস করবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার সিনেমাই শেখাবে রাস্তায় জল জমবে না কীভাবে ৷ আর সেই শিক্ষাকে চাক্ষুস করবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ এই প্রস্তাব এসেছে সোজা নগরউন্নয়ন দফতর থেকে ৷ মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি জানিয়েছেন, ‘বেঙ্গালুরু, গুরুগ্রাম, ফরিদাবাদ, দিল্লি থেকে শুরু করে দেশের বহু শহর ও রাজ্যগুলির অবস্থা বর্ষাকালে খুবই খারাপ হয়ে যায় ৷ একটু বৃষ্টিতেই বন্যার সম্ভাবনা ৷ রাস্তাঘাটে জল জমে দৈনদ্দিন জীবন দুর্বিসহ ৷ আমি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছি ৷ আশুতোষ গোয়াড়িকরের তৈরি ছবি মহেঞ্জো দারো দেখুন ৷ তাহেলই উন্নত মানের ড্রেন ম্যানেজমেন্ট শিখতে পারবেন !’
advertisement

হরপ্পা সভ্যাতা তথা ‘মহেঞ্জো দারো’ সেরা ড্রেনেস সিস্টেমের জন্য বিখ্যাত ৷ সেই সময়, শুধুমাত্র সঠিক পরিকল্পনার ওপর নির্ভর করে কীভাবে বৃষ্টির জলকে সঠিক পথে ব্যবহার করা যায় তা শিখিয়ে দেয় এই সভ্যতা ৷ নাইডু মনে করছেন, ‘আজ দুনিয়া অনেক এগিয়েছে ৷ প্রযুক্তিগত দিক থেকে খুবই উন্নত এখন আমরা ৷ শুধু সঠিক পরিকল্পনার অভাব ৷ তাই এই ছবি দেখে আমরা এক উন্নতমানের পরিকল্পনার সন্ধান পেতে পারি !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অন্যদিকে ‘মহেঞ্জো দারো’ ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর মনে করছেন, ‘ধন্যবাদ ভারতীয় সরকারকে, আমার এই ছবিকে গুরুত্ব দেওয়ার জন্য ৷ আর আমার মনে হয় এরপর লাগান ছবিটাও দেখানো হোক ভারতীয় ক্রিকেট দলকে ৷ সামনেই তো টেস্ট ম্যাচ !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বৃষ্টিতে শহরের রাস্তায় জমছে জল ! মুখ্যমন্ত্রীদের ‘মহেঞ্জো দারো’ দেখার প্রস্তাব