মিঠাই আর সিদ্ধার্থের (Mithai-Sidhartha) কি ডিভোর্সটা (Mithai-Sidhartha Divorce)হয়েই যাবে? নাকি মিঠাইকে নিজের স্ত্রী হিসেবে শেষ পর্যন্ত মেনেই নেবে সিদ্ধার্থ? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে মোদক বাড়ির অন্দরে৷ সঙ্গে অবশ্য দর্শকও জানতে চান যে মিঠাইয়ের ভাগ্যে কী আছে৷ তোরসা, তার মা ও সিদ্ধার্থের বাবা এই ডিভোর্সটা চাইলেও মোদক বাড়ির কেউই মিঠাই ও সিদ্ধর্থের ডিভোর্সের পক্ষে নয়৷ তাঁরা শুধুই চায় মিঠাই ও সিদ্ধার্থের প্রেম (Mithai-Sidhartha romance)৷ রুক্ষ চরিত্রের সিদ্ধার্থ নিজের আবেগ সামনে আনতে চায় না৷ কিন্তু মিঠাইকে নিয়ে যে সেও খুব চিন্তিত, সেটা এতদিনে খুব ভাল বোঝা গিয়েছে৷ তাই তো মিঠাইয়ের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বেশ চিন্তিত মিঠাইয়ের উচ্ছেবাবু৷ মিঠাইয়ে চোট-আঘাতে ঝাপিয়ে পড়ে তাকে সাহায্য করে সিদ্ধার্থ৷ এদিকে তোরসা যেভাবে সিদ্ধার্থের উপর ডিভোর্স নিয়ে চাপ দিচ্ছে, তাতে সে যে বেশ বিরক্ত হচ্ছে, তা বোঝা যাচ্ছে৷ সব মিলিয়ে শেষ পর্যন্ত তোরসার উপর রেগে ডিভোর্সের রাস্তা থেকে সরে আসবে কি সিদ্ধার্থ? দাদুর মনের মতো নাতবউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে সে? সেই দিকে তাকিয়ে দর্শক৷
advertisement
বেশ কিছুদিন শ্যুটিং ফ্রম হোম করেছেন কলাকুশলীরা নিজের নিজের বাড়ি থেকে শ্যুটিং যে সেই মজা না পেলেও, দর্শক চয়েসে এখনও মিঠাই সেরা ধারাবাহিক হয়ে রয়েছে৷ কারণ গল্পের টানটাই এমন৷ এবার আবার শ্যুটিং ফ্লোরে ফিরতেই পুরনো মেজাজ ফিরে এসেছে৷ কিন্তু এই শ্যুটিং-এর দৃশ্যটি দেখে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন৷ তাহলে কী হতে চলেছে মিঠাই-সিদ্ধার্থর ভবিষ্যৎ৷ গল্প এবার কোন দিকে মোড় নেবে, সেই দিকেই তাকিয়ে দর্শক৷ হইচই করা মোদর বাড়িতে কী বাড়ির বউ হয়ে উঠতে পারবে মিঠাই নাকি ফিরে যেতে হবে বাপের বাড়ি জনাই? সেটাই দেখার৷