এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। একজন লেখেন 'আমি এই পরিবারকে ভালোবাসি।' একজন লেখেন, 'ঈশানকে ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে’। মীরা কিছু দিন আগে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে ঈশানকে দেখা গিয়েছিল। ভিডিওটিতে দু'জনে বিছানায় শুয়ে ডার্ক চকোলেট এবং চিক্কি সম্পর্কে কথা বলছিলেন। সেই দিনেই আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছিল ঈশান, মীরাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে নিজেকে ঘরের ভেতর থেকে আটকে নিয়েছিলেন এবং মীরাকে ঘরে ঢুকতে না দেওয়ার কথা বলেছিলেন।
advertisement
এমনই নানা ধরনের ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। যেগুলি থেকে আনন্দের রসদ খুঁজে নেন নেটাগরিকরা। মীরা-শাহিদ কিছু দিন আগেই নিজেদের ৬ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। তাঁদের দু'টি সন্তান রয়েছে, মীশা কাপুর (Meesha Kapoor) ও জাইন কাপুর (Zain Kapoor)। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে ঘর করছেন শাহিদ।