TRENDING:

#Viral: সুযোগ বুঝে চট করে সারাকে চুমু, তারপর যা হল,দেখুন ভিডিও

Last Updated:

সারা আলি এখন সারা দেশে প্রচুর যুবার হার্টথ্রব, আর সুযোগ বুঝে হট অভিনেত্রীকে ‘kiss’ করল যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সইফ আলি খান ও করিনার পুত্র তৈমুর পাপারাজ্জিদের দারুণ পছন্দের ৷ তেমনিই সইফের প্রথমপক্ষের ছেলেমেয়েকেও এই ফটোগ্রাফরারা প্রতিমুহূর্তে ফলো করেন ৷ সইফ -অমৃতা কন্যা সারা আলি খান কেদারনাথ ছবি দিয়ে বলিউডে পা রাখার পর তাঁকে ঘিরে ক্রেজ আরও বেড়েছে ৷ যেমন সারা ভারতে সারা-র ফ্যানের সংখ্যা প্রবল তেমনিই তাঁকে ঘিরে পাপারাজ্জিদের দৌরাত্ম্যও কিছু কম নয় ৷
advertisement

সম্প্রতি এক রাস্তা লোকের সামনে সারাকে চুমু খেয়ে নিলেন এক অচেনা ব্যক্তি ৷ সারা সাদা শর্ট টপ এবং কালো ও লাইম ইয়েলোর শর্টস পরে জিম থেকে বেরোন ৷ সারাকে এক ঝলক দেখার জন্য বহু ফ্যান সেখানে অপেক্ষা করছিলেন ৷ নিজের ফ্যানদের নিরাশও করেননি কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখা এই সুন্দরী অভিনেত্রী ৷ তিনিও ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে গাড়ির দিকে এগোতে  থাকেন ৷ এরইফাঁকে এক দু'জনের সেলফি তোলার আবদারও রাখেন তিনি ৷বিপত্তি ঘটে এরপরেই ৷ দেখে নিন সেই মারাত্মক মুহূর্তের ভাইরাল ভিডিও ৷

advertisement

সারা যখন সেলফি তুলতে ব্যস্ত ছিলেন তখন এক ব্যক্তি চট করে সারার হাতে চুমু খেয়ে চলে যান ৷ হঠাৎ ভক্তের ‘কিস’- এ চমকে যান সারা ৷ তবে দাপুটে অভিনেত্রী মুহূর্তেই সেই কিন্তু ভাব হাটিয়ে বাকি ফ্যানদের হাত জোড় করে প্রণাম করেন ৷

advertisement

আরও পড়ুন - জম্মু -কাশ্মীরে পরিষেবা প্রদানকারী সংস্থায় চালু ইন্টারনেট রায় সুপ্রিম কোর্টের

অন্যদিকে মওকে পে চওকা মেরে যে ব্যক্তি সারাকে চুমু খান তাঁকে অবশ্য কোনও শাস্তি দেওয়ার কথা জানা যায়নি ৷ চুমু খাওয়ার পরেই সারা-র দেহরক্ষী তার দিকে তেড়ে গিয়ে তাকে ওই ভিড় থেকে সরিয়ে দেন ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
#Viral: সুযোগ বুঝে চট করে সারাকে চুমু, তারপর যা হল,দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল