আরও পড়ুন Raj Kundra Porn Case: রাজ কুন্দ্রার সঙ্গে প্রথম শ্যুটের প্রথম ছবি 'ফাঁস' করলেন শার্লিন চোপড়া, দেখুন
স্টার প্লাসের শো 'গুম হ্যায় কিসি কে পেয়ার মে' এর একটি প্রোমো সামনে এসেছে। এই প্রোমোতে রেখার কণ্ঠ সকলকে মাত করেছে। এক মিনিট অর্থাৎ মাত্র ৬০ সেকেন্ডের এই প্রোমোর জন্য রেখা কত টাকা নিয়েছেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এক সর্বভারতীয় সংবাদ পত্রের প্রতিবেদনে বলা হয়েছে, 'গুম হ্যায় কিসি কে পেয়ার মে'র প্রোমো শুটিংয়ের জন্য রেখা প্রায় ৫ থেকে ৭ কোটি টাকা নিয়েছেন!
advertisement
সোশ্যাল মিডিয়ায় ' হ্যায় কিসি কে পেয়ার মে' -এর প্রোমো শেয়ার করে লেখা হয়েছে যে-' আবারও কর্তব্য আর ভালবাসা মুখোমুখি। কর্তব্য নাকি ভালবাসা, কার জিত হবে? এই প্রোমোতেও রেখা কাঞ্জিভরম শাড়ি এবং ভারী গয়না পরে রয়েছেন৷ সঙ্গে খোলা চুল!
সম্প্রতি রেখা 'ইন্ডিয়ান আইডল ১২', এবং 'ডান্স দিওয়ানে'র মতো রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন। তাঁর উপস্থিতিতে সকলে মুগ্ধ হয়েছিল৷