TRENDING:

বিশেষভাবে সক্ষম পুলিশ থেকে অ্যাকশনে দুঁদে রোমান্টিক হিরোর চরিত্রে তিনিই পছন্দের!

Last Updated:

এখনও কোনও কিছু ঠিক না হলেও খুব তাড়াতাড়ি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বরুণ ধাওয়ান (Varun Dhawan) সম্প্রতি বিয়ে করেছেন নাতাশা দালালকে (Natasha Dalal)। চুটিয়ে সংসার করার পাশাপাশি তিনি এখন ভীষণ ব্যস্ত। ব্যাক টু ব্যাক শুটিং চলছে তাঁর। কয়েকদিন হল ভেড়িয়া (Bhediya) ছবির শুটিং শেষ করেছেন। তার পরেই কাজ শুরু করেছেন বলিউড ছবি যুগ যুগ জিওর (Jug Jug Jeeyo) জন্য। সূত্রের খবর, পরিচালক মোহিত সুরির (Mohit Suri) সঙ্গে কথা হয়েছে তাঁর নতুন একটি ছবির জন্য। এখনও কোনও কিছু ঠিক না হলেও খুব তাড়াতাড়ি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement

ছবির এক বিশ্বস্ত সূত্রের দাবি, মোহিত সুরির নতুন ছবিটির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি একটি অ্যাকশন প্যাকড লাভ স্টোরি তৈরি হতে চলেছে। পরিচালক বর্তমানে এক ভিলেন রিটানর্সের (Ek Villain Returns) কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে জন আব্রাহাম (John Abraham), তারা সুতারিয়া (Tara Sutaria), দিশা পটানি (Disha Patani) এবং অর্জুন কাপুর (Arjun Kapoor) অভিনয় করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

Pinkvilla-র একটি রিপোর্ট অনুসারে, বরুণ ধাওয়ান মোহিত সুরির সঙ্গে কাজ করতে পছন্দ করেন। মোহিত সুরি একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করেছেন যে গল্পটি বরুণের ভালো লেগেছে। বরুণ এর আগে এরকম ধারার কোনও ছবি করেননি। বরুণ, মোহিত সুরির সঙ্গে এই ছবিতে কাজ করবার জন্য সবুজ সিগন্যাল দিয়েছেন। সম্ভবত, সামনের বছর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালক এখন এক ভিলেন রিটার্নসের কাজ নিয়ে ব্যস্ত। সব কিছু ঠিকঠাক থাকলে, এই ছবির শুটিং শেষ হলেই পরবর্তী ছবির কাজ শুরু করবেন। বরুণ ধাওয়ানের হরর-কমেডি ছবি ভেড়িয়া ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে কৃতি শ্যানন (Kriti Sanon), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) এবং দীপক দোবরিয়ালকে (Deepak Dobriyal)। এছাড়া বরুণের ঝুলিতে রয়েছে সানকি (Sanki)। যেখানে বরুণকে হ্যান্ডিক্যাপড পুলিশের চরিত্রে দেখা যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিশেষভাবে সক্ষম পুলিশ থেকে অ্যাকশনে দুঁদে রোমান্টিক হিরোর চরিত্রে তিনিই পছন্দের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল