আসলে দু’জনে খুবই কাজে ব্যস্ত থাকে৷ এবং তারকা বলে জীবনযাপনে অনেক কিছু বাধাও থাকে৷ প্রাণ খুলে কখনওই রাস্তায় হাঁটা বা স্ট্রিটফুড খেতে পারেন না৷ তাই তো বেড়াতে গিয়ে এমনই সব কাজ করছেন দীপিকা-রণনীর৷ সেকারণে কোথায় গিয়েছেন তার ছবি দিচ্ছেন না৷ পাছে, সেখানেও ভক্তরা ভিড় করেন তাদের দেখতে! বালিতে চটি পরে হাঁটা বা সাইকেল চালিয়ে ঘুরে বেড়ানো, সব কিছু করছেন দু’জনে৷ প্রাণ খুলে ছুটি কাটাচ্ছেন তারা৷
advertisement
মিঞা-বিবি নিজেদের কাজ শেষ করে গিয়েছেন ভ্যাকেশনে৷ দীপিকা এতদিন ব্যস্ত ছিলেন ছাপাক ছবিটি নিয়ে৷ অভিনয় ছাড়াও এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে হাতে খঁড়ি হয়েছে তার৷ ছবি নিয়ে বিস্তর প্রচার চলেছে৷ দর্শক মনে বেশ নাড়া দিয়েছে ছাপাক ছবিটি৷ অন্যদিকে রণবীর ব্যস্ত ছিলেন ৮৩ ছবিটি নিয়ে৷ এছাড়াও জয়েশভাই জোরদার ছবির কাজও শেষ করে তিনিও ছুটির মুডে৷ তাই তো এখন শুধুই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে৷ একেবারে যাকে উই টাইম বলে৷
তবে কোথায় গিয়েছেন সেটা কিছুভাবেই জানাচ্ছেন না তারা৷ শুরুর দিন থেকে হয় পাসপোর্টের ছবি, নয়ত চটির ছবি বা ছাতার ছবি দিয়েই নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন এই তারকা দম্পতি৷ আসলে ভক্তদের কিছুটা উতলা করে তুলতে চাইছেন দীপিকা-রণবীর৷ তাই এমন ছবি বলে মানছেন সকলে৷