TRENDING:

প্রেম ভাঙতেই 'Ex-গার্লফ্রেন্ড'-এর ঘনিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করে ভাইরাল করলেন টলিউড অভিনেতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই:  প্রেমে বিচ্ছেদের পর মন ভাঙার গল্প খুবই স্বাভাবিক ৷ তবে এক্ষেত্রে তার প্রকাশ হল খুবই খারাপভাবে ৷ প্রেমিকা প্রাক্তন হতেই তাঁর সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করলেন টলিউডের নায়ক ! শুধু তাই নয় এই ভিডিওটি প্রকাশ করে তিনি দাবি করলেন যে তাদের শুধু প্রেমই ছিল না ৷ তাঁরা গোপনে বিয়ে করেছিলেন ৷ এবং যেই ভিডিওটি প্রকাশ করলেন অভিনেতা অভি, তাতে দেখা যাচ্ছে যে তিনি তাঁর বান্ধবীর গলায় মঙ্গসূত্র পরিয়ে দিচ্ছেন ৷ বান্ধবী অদিতিও টলিউডের পরিচিত মুখ ৷ অদিতির বক্তব্য অনুযায়ী তাদের কখনই বিয়ে হয়নি ৷ এমন ভিডিও ভুয়ো বলেই তাঁর দাবি ৷ কিন্তু নিজেদের মধ্যে তর্কাতর্কির মাঝেই টলিউডের এই দুই অভিনেতা-অভিনেত্রীর ভিডিও ভাইরাল ৷
advertisement

তামিল ছবির অভিনেতা অভি সারাভানানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী অদিতি মেননের ৷ তবে সম্প্রতি সেই প্রেম ভেঙেছে ৷ অদিতিকে ইদানিং অন্য এক পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে ৷ তার সঙ্গেই অদিতি প্রেম করছেন বলে দাবি করেছেন প্রাক্তন প্রেমিক অভি ৷ এমনকি সাংবাদিক সম্মেলন করেও তিনি একথা বলেন যে তাদের বিয়ে হয়ে গিয়েছিল ৷ যার সপক্ষে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পোস্ট করেন অভি ৷ আপাতত এই ভিডিওটি ভাইরাল ৷

advertisement

এই অন্তরঙ্গ ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা, যা দেখিয়ে তিনি দাবি করেছেন যে তাদের বিয়ে হয়িছিল ৷ দেখুন....

তখন অভি-অদিতির প্রেম চলছে ৷ সেই প্রেম আজ অতীত...Photo Collected

advertisement

আরও পড়ুনকার পার্কিং-এ দাঁড়িয়েই নিক-প্রিয়াঙ্কার গভীর চুমু ! মানলেন না ক্যামেরাও...ছবি ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন যে এমন কোন ঘটনাই ঘটেনি ৷ তাদের প্রেম থাকলেও তারা বিয়ে করেননি ৷ তবে প্রাক্তনের এসব আচরণে তিনি খুবই বিপদের মুখে পড়েছে ৷ তাঁর টুইটার বা অন্যান্য সোসাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলেই দাবি অদিতির ৷ এবার বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হয়েচ্ছেন বলেই জানিয়েছেন অদিতি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেম ভাঙতেই 'Ex-গার্লফ্রেন্ড'-এর ঘনিষ্ট মুহূর্তের ছবি পোস্ট করে ভাইরাল করলেন টলিউড অভিনেতা