তামিল ছবির অভিনেতা অভি সারাভানানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী অদিতি মেননের ৷ তবে সম্প্রতি সেই প্রেম ভেঙেছে ৷ অদিতিকে ইদানিং অন্য এক পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে ৷ তার সঙ্গেই অদিতি প্রেম করছেন বলে দাবি করেছেন প্রাক্তন প্রেমিক অভি ৷ এমনকি সাংবাদিক সম্মেলন করেও তিনি একথা বলেন যে তাদের বিয়ে হয়ে গিয়েছিল ৷ যার সপক্ষে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পোস্ট করেন অভি ৷ আপাতত এই ভিডিওটি ভাইরাল ৷
advertisement
এই অন্তরঙ্গ ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা, যা দেখিয়ে তিনি দাবি করেছেন যে তাদের বিয়ে হয়িছিল ৷ দেখুন....
আরও পড়ুনকার পার্কিং-এ দাঁড়িয়েই নিক-প্রিয়াঙ্কার গভীর চুমু ! মানলেন না ক্যামেরাও...ছবি ভাইরাল
তবে এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন যে এমন কোন ঘটনাই ঘটেনি ৷ তাদের প্রেম থাকলেও তারা বিয়ে করেননি ৷ তবে প্রাক্তনের এসব আচরণে তিনি খুবই বিপদের মুখে পড়েছে ৷ তাঁর টুইটার বা অন্যান্য সোসাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলেই দাবি অদিতির ৷ এবার বিষয়টি নিয়ে আদালতের দারস্থ হয়েচ্ছেন বলেই জানিয়েছেন অদিতি ৷