মিমটির মধ্যে ম্যায় হু না (Main Hoon Na) সিনেমার একটি দৃশ্য থেকে সুস্মিতাকে দেখা গিয়েছে। অন্যদিকে, রয়েছে থ্রি ইডিয়টস (Three Idiots) সিনেমার দৃশ্য থেকে বোমান ইরানি (Boman Irani)। মিমে সুস্মিতার ছবির পাশে লেখা হয়েছে ‘যেরকম শিক্ষক আমরা চাই’। আর বোমান ইরানির ছবির পাশে লেখা হয়েছে ‘যেমন শিক্ষক আমরা পাই’। Instagram স্টোরিতে এই মিম পোস্ট করে রোহমান লেখেন “আমার মা আমাকে এটা পাঠিয়েছে, না শেয়ার করে পারলাম না”। লেখার পাশাপাশি কিছু হাসি ও হার্ট ইমোজি জুড়ে দেন অভিনেতা।
advertisement
বহুদিন ধরে একে অপরকে ডেট করছেন সুস্মিতা-রোহমান। সুস্মিতার দুই মেয়ে রেনে (Renee) আর আলিশার (Alisah) সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রোহমানের। একটি নামী দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রোহমান বলেছিলেন, “সুস্মিতা তাঁর দুই মেয়ে এবং আমি ইতিমধ্যেই একটি পরিবার। কখনও কখনও দুই বাচ্চার আমি বাবা হয়ে উঠি। কখনও আবার তাঁদের সঙ্গে বন্ধুর মতো মিশি। আবার খুনসুটিও করি। আর পাঁচটা সাধারণ পরিবারের মতই আমাদের পরিবার। আর আমার সেটা ভালো লাগে। তাই অন্যের করা কিছু প্রশ্ন ‘যেমন আপনি কবে বিয়ে করছেন’, এসব প্রশ্ন নিয়ে আমি বিশেষ চিন্তিত নয়। যখন বিয়ে হবে, তখন আমরা লুকাব না। বর্তমানে এখন সুস্মিতার ওয়েব সিরিজ নিয়ে আনন্দ উদযাপন করছি।”
সুস্মিতা সেনকে শেষবার দেখা গিয়েছে ২০২০ সালে Disney+ Hotstar -এ আরিয়া (Aarya) সিরিজে। দ্বিতীয় সিজনটি নিয়ে কাজকর্ম চলছে। অন্যদিকে, রোহমানকে সম্প্রতি দেখা গিয়েছে এরিকা ফার্নান্ডেজের (Erica Fernandes) সঙ্গে পাপনের (Papon) গাওয়া একটি মিউজিক অ্যালবামে। গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। প্রায় ৭৮ লক্ষের বেশি মানুষ এখনও পর্যন্ত গানটি দেখেছেন।