TRENDING:

‘বিছানার ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ারের জায়গা এটা নয়’, স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলড সুস্মিতার ভাই

Last Updated:

নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সুস্মিতার ভাই রাজীব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: গত বছরই সাতপাকে বাঁধা পড়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও টেলি অভিনেত্রী চারু আসোপা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন রাজীব-চারু । বর্তমানে করোনা রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । এই সময়টা নিজেদের মতো করে কাটাচ্ছেন সেলেবরা ।
advertisement

কোয়ারেন্টাইনে ঘরবন্দি রাজীব আর চারুও । তাই এই সময়টা রোম্যান্সেই দিন কাটছে নবদম্পতির । সেই সময় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সুস্মিতার ভাই রাজীব। যদিও পরে কমেন্টগুলি তাঁর ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন তাঁরা।

ছবিতে দেখা যায় স্পল্প পোশাকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তাঁরা । চুমুও খেয়েছেন একে অপরকে । কিন্তু এতেই রেগেছেন নেটিজেনরা । তাঁদের বক্তব্য নিজেদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার জায়গা এটা নয় । তবে সেই সমস্ত কমেন্ট ডিলিট করে দিয়েছেন সেলেবদ্বয় ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বিছানার ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ারের জায়গা এটা নয়’, স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলড সুস্মিতার ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল