কোয়ারেন্টাইনে ঘরবন্দি রাজীব আর চারুও । তাই এই সময়টা রোম্যান্সেই দিন কাটছে নবদম্পতির । সেই সময় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সুস্মিতার ভাই রাজীব। যদিও পরে কমেন্টগুলি তাঁর ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন তাঁরা।
ছবিতে দেখা যায় স্পল্প পোশাকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তাঁরা । চুমুও খেয়েছেন একে অপরকে । কিন্তু এতেই রেগেছেন নেটিজেনরা । তাঁদের বক্তব্য নিজেদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার জায়গা এটা নয় । তবে সেই সমস্ত কমেন্ট ডিলিট করে দিয়েছেন সেলেবদ্বয় ।
advertisement
Location :
First Published :
April 02, 2020 11:29 AM IST