TRENDING:

Sushanta Singh Rajput death anniversary: প্রাক্তন প্রেমকে ভুলতে পারেননি, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ভিডিও পোস্ট অঙ্কিতার, দেখুন

Last Updated:

এই ভিডিওতে ধরা পড়েছে তাঁদের সম্পর্কের (Sushanta-Ankita Relationship) উষ্ণতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুশান্ত সিং রাজপুত নেই, কিন্তু তাঁর স্মৃতি আজও আমাদেনর মনে উজ্জ্বল৷ গতবছর আজকের দিনেই তাঁদের হারিয়েছিলাম আমরা৷ অভিনেতার নামের হ্যাশট্যাগটি সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকলেই তাঁকে স্মরণ করছেন। তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে সুশান্তের স্মৃতিতে যজ্ঞ করেছেন৷ একই সঙ্গে বহু পুরনো ছবি এবং ভিডিও, যা এতদিন অদেখা ছিল, তাও সকলের সামনে তুলে ধরেছেন অঙ্কিতা৷
advertisement

সুশান্ত-অঙ্কিতার প্রেম বহু চর্চিত৷ পবিত্র রিস্তা থেকে শুরু তাঁদের প্রেম পর্ব৷ একেবারে বিয়ে পর্যন্ত কথা গড়িয়েছিল তাঁদের৷ কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম আর বাস্তবে রূপ পায়নি৷ সুশান্তের মৃত্যুর পর খুবই ভেঙে পড়েন অঙ্কিতা৷ তবে ততদিনে দু’জনের পথ আলাদা হয়ে গিয়েছে৷ অঙ্কিতা নতুন প্রেম খুঁজে পেয়েছেন, সুশান্তও বেছে নিয়েছিলেন নিজের বান্ধবী৷ তবে সুশান্তের এভাবে মৃত্যু একেবারেই মানতে পারেননি তাঁর প্রাক্তন প্রেমিকা৷ পুরনো প্রেম বলে কথা৷ বহু পুরনো স্মৃতি মনের মধ্যে ঘুরপাক খেয়েছিল অঙ্কিতার৷ সেগুলিকে আঁকড়ে তিনি কাটিয়েছেন দিন৷ তখন কোনও কথা বলেননি৷ কোনও প্রতিক্রিয়াও মেলেনি তাঁর৷ তবে পরে তিনি সুশান্তের মৃত্যু সঠিক কারণ সামনে আনার দাবি জানান৷ আপাতত এক বছর কাটিয়ে কিছুটা নিজের মনের কথা বললেন অঙ্কিতা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুশান্তের সঙ্গে কাটানো বেশ কিছু পুরনো ভিডিও৷ যেখানে ধরা পড়েছে তাঁদের সম্পর্কের উষ্ণতা৷ অনেকগুলি ছবির কোলাজে তৈরি হয়েছে ভিডিওটি৷ অঙ্কিতা লিখেছেন, এটাই ছিল আমাদের যাত্রা, আবার দেখা হবে বন্ধু৷

advertisement

এছাড়াও একসঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও পোস্ট করেন অঙ্কিতা৷ ২০১১র দিওয়ালিতে সুশান্ত ও অঙ্কিতা একসঙ্গে বাড়িতে আনন্দ করছেন৷ কালো রঙের পোশাক পরেছেন দু’জনে এবং বাড়িতেই নাচছেন৷ উৎসবের সময় দু’জনের মুখেই খুশির ছাপ৷ এই ভিডিও পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, এই স্মৃতিগুলিই রয়ে গিয়েছে৷ সারা জীবন এগুলি নিয়েই কাটিয়ে দেব৷' তাঁর এই ছোট ছোট লেখার মধ্যেই ধরা পড়েছে এক রাশ মন খারাপ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীতে অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডে তাঁর বাড়িতে একটি যজ্ঞও করেছেন। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই যজ্ঞর ঝলক ধরা পড়েছে৷ একই সঙ্গে অঙ্কিতাও সুশান্তের নামে একটি প্রদীপ জ্বালিয়েছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushanta Singh Rajput death anniversary: প্রাক্তন প্রেমকে ভুলতে পারেননি, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ভিডিও পোস্ট অঙ্কিতার, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল