Bigg Boss OTT-র শুরুর দিন থেকেই রাকেশ-শমিতার কানেকশন বিশেষ নজর কেড়েছে। দু'জনের মধ্যে কোনও বিষয়ে মতের অমিল হয়েছে এমনটাও নয়, এমনকী ঝামেলাও হয়েছে। কিন্তু, তার পরেও দু'জনের মধ্যের রসায়ন দর্শকের মনে ধরেছে। দিনের বেশির ভাগ সময়ে দু'জনে একে অপরের পাশে থাকছেন। যখনই সুযোগ এসেছে তখনই রাকেশ শমিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিভিন্ন টাস্কেও একে অপরের পক্ষে হয়ে পারফর্ম করছেন।
advertisement
সম্প্রতি, এক সাক্ষাৎকারে রাকেশ বাপটের বোন শীতল বাপটকে (Sheetal Bapat) রাকেশ-শমিতার রসায়ন নিয়ে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, “অন স্ক্রিন বিষয়টা বেশ ভালো লাগছে, তবে ব্যক্তিগত বিষয়ে আমি বিশেষ নাক গলাই না। রাকেশ যা ভালো বুঝবে সেটাই করবে। আমি যতটা জানি তা হল, রাকেশ নিজের জীবনে বেশি মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে না”।
তিনি আরও বলেন, "আমরা এর আগে বিগ বস দেখিনি, তবে শুনেছি খুব ঝগড়া ও মারামারি হয় শোতে। রাকেশ এই সবের উল্টো একজন মানুষ, ও অশান্তি পছন্দ করন না। শান্ত মানুষ ও। আমি অবাক হয়েছিলাম, যখন জানতে পারি রাকেশ বিগ বসে যাচ্ছে। আমি ভেবেছিলাম কী ভাবে ওই ঘরে থাকবে! তবে এখন দেখে ভালো লাগছে। বিশেষ করে আমার মা খুব ভালোবাসেন রাকেশকে টিভিতে দেখতে। এখন আমাদের বাড়িতে খাওয়ার টেবিলে বিগ বস নিয়েই আলোচনা চলে”।