আপাতত সুহানা নেই মন্নতে৷ তিনি রয়েছেন নিউ ইয়র্কে৷ সেখানে পড়াশুনা করছেন তিনি৷ তবে সেখান থেকে ভাইয়ের জন্মদিনে পুরনো ভিডিও পোস্ট করেছেন সুহানা৷ খুবই মিষ্টি সেই ভিডিও৷ দেখা গিয়েছে দুই ভাই বোন রয়েছেন পুল পাড়ে বসে৷ দু’জনেই স্যুইমিল পুলে স্নানের মজা নিচ্ছেন৷ তারপর ভাই পুল থেকে উঠে দিদির গালে মুষ্টি করে চুমু খেল (Viral video Suhana Khan)৷ যা দেখে সত্যিই যেন মন ভরে যায়৷ ভাই বোনের এমন মিষ্টি সম্পর্ক সব সময় বজায় থাকুক৷ সঙ্গে দারুণ থাকুক আবরাম, জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ এই পোস্টটি যদিও সুহানার একটি ফ্যানগ্রুপ থেকে করা হয়েছে৷
advertisement
সুহানার পোস্ট নিয়ে সব সময়ই আলোচনা হয়৷ তাঁর নিজের জন্মদিনের বিশেষ পোস্ট হোক বা ভাইয়ের জন্মদিনের পোস্ট, সবেতেই এগিয়ে তিনি৷ তাই তো আবরামের জন্মদিনে এমন সুন্দর একটি পোস্ট করলেন দিদি৷ করোনার সময়, চারিদিকে খারাপ খবরে মন ভারাক্রান্ত সকলের৷ তার মধ্যে এই ধরণের ভিডিও দেখলে সত্যিই মন ভাল হয়ে যায়৷ তবে শুধু সুহানা নন, শাহরুখ ভক্তরাও বেশ কিছু সুন্দর পোস্ট করেছেন আবরামকে নিয়ে৷ করবেন নাই বা কেন, আবরামের মধ্যেই যেন ছোট্ট শাহরুখকে খুঁজে পান সকলে৷
