TRENDING:

শুভ পরিণয় সম্পন্ন, দেখুন বিয়ের পর স্বামী নিখিলের সঙ্গে নববধূ নুসরতের প্রথম ছবি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নুসরত এখন বিবাহিত ৷ চার হাত এক হয়ে গেল টলি নায়িকা নুসরত জাহান ও বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের ৷ তুরস্কের বোদরুম শহরে এলাহি আয়োজন করে বিয়েটা সারলেন টলিউডের নামী অভিনেত্রী তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান ৷
advertisement

গত ১৭ জুন থেকে তুরস্কের বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বসেছিল বিয়ের আসর ৷ তবে সেখান থেকে নুসরতের কোনও ছবি সামনে আসেনি ৷ যদিও নুসরতের স্বামী নিখিল জৈন মেহেন্দি সেরিমনির দিন তাঁর নিজের লুক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ৷ তবে বিবাহ আসর থেকে নুসরতের কোনও ছবিই সামনে আসেনি ৷ যে ছবি দেখার জন্য হাপিত্যেশ করে বসেছিলেন নুসরতের ভক্তরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

গত ১৫ জুন রাতে বোদরুম উড়ে গিয়েছেন মিঞা-বিবি। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়ও। রূপকথার মতো সেজে উঠছে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া। কলকাতার বাড়িতে একপ্রস্থ ‘হলদি’ সেরিমনি সেরে ফেলেছিলেন নুসরত। তারপর বোদরুমের আরও একবার রয়েছে গায়ে হলুদের পর্ব। এ ছাড়াও ১৮ তারিখে ছিল মেহেন্দি এবং সঙ্গীতের জমাটি আসর। আর ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। তার জন্য বিশেষ ব্যবস্থা ছিল কাপলাঙ্কায়াতে। মেনুতে ছিল এশিয়ান, টার্কিশ এবং মেডিটেরেনিয়ান ছোঁয়া। কখনও জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচে সেজে উঠেছিলেন নুসরত-নিখিল, শোনা গিয়েছে তেমনটাই। অতিথিদের ঘর সাজানো ছিল ফুল দিয়ে। ফুল দিয়েই বানানো হয়েছে ‘এনজে’লোগো। ১৯ তারিখ সাবেকি মতে বিয়ে সারলেন নুসরত এবং নিখিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভ পরিণয় সম্পন্ন, দেখুন বিয়ের পর স্বামী নিখিলের সঙ্গে নববধূ নুসরতের প্রথম ছবি