সইফ-করিনার (Saif-Kareena) ছেলেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ মারাত্মক৷ যেমন তাদের নাম নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়, তেমনই নেটিজেনদের প্রিয় তৈমুর-জাহাঙ্গীর (Taimur-Jahangir)৷ ছোট থেকে তৈমুর ছিল সেনসেশন৷ এখন জাহাঙ্গীরের এক ঝলক পেতে মরিয়া পাপারাৎজিরা৷ এতটাই তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় যে, ছোট্ট তৈমুর নিজেও বিরক্ত হয় ক্যামেরা দেখে৷ তবে নিস্তার নেই, সেলেব পুত্র বলে কথা৷ এবার সেই ছেলের ছবি নিজেই পোস্ট করলেন মা৷ এত সুন্দর করে ঈশ্বর বন্দনা করছে তৈমুর, যা দেখে সকলেই অভিভূত৷ প্রথমে তাকে মা করিনা কিছুটা সাহায্য করেছেন ঠিকই, কিন্তু তারপর থেকে সে নিজেই মন দিয়ে পুজো করছে৷ বাবা সইফ সবসময় রয়েছেন ছোট্ট তৈমুরের পাশে৷
advertisement
তবে শুধু গণেশ প্রণামে শেষ হয়নি তৈমুরের ভক্তি (Ganesh Chaturthi Taimur Ali Khan)৷ নিজে হাতে সে বানিয়েছে ছোট্ট গণেশ৷ এখন নানা রকম খেলা শিখছে তৈমুর৷ যার মধ্যে মাটির জিনিষও তৈরি করতে শিখছে ছোট্ট এই নবাব৷ এবং গণেশ চতুর্থীতে নিজে হাতে সে তৈরি করেছে মাটির গণেশ৷ রঙিন এই গণেশরে বাহনও তৈরি হয়েছে টিম টিমের হাতে (Tim Tim makes clay Ganesh)৷ মা করিনা ছেলের এই কীর্তির ছবিও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সব মিলিয়ে সইফ-করিনার ঘরে বেশ জমে উঠেছে এবছরের গণেশ চতুর্থী৷