TRENDING:

Ganesh Chaturthi 2021| Taimur Ali Khan : নবাব পরিবারের গণেশ পুজো, হাত জোর করে তৈমুর বলছে গণপতি বাপ্পা...

Last Updated:

গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2021) নিজে হাতে তৈমুর (Taimur) তৈরি করেছে মাটির গণেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গণেশ পুজোতে (Ganesh Chaturthi 2021) সেজে উঠেছে মুম্বই৷ যদিও করোনার ফলে এবারও খুব বেশি জাকজমক ধরা পড়েনি বাণিজ্য নগরীতে৷ তবে ঘরে ঘরে চলছে গণপতির আরাধনা (Ganesh Puja) ৷ বাদ যাননি বলিউড তারকারাও৷ (Bollywood stars celebrate Ganesh Chaturthi 2021)  প্রতি বছরের মতো নিয়ম করে এবারও তারকাদের ঘরে হচ্ছে গণেশ পুজো, যাতে সামিল হয়েছেন পরিবারের সকলে৷ এবং সেখানে ধর্ম কোনও বাধা হয়ে কখনই দাঁড়ায় না৷ তাই তো ছোট নবাব যেমন মন দিয়ে গণেশ পুজো করেন, কিং খানের বাড়িতে ধুমধাম করে হয় দিওয়ালি, তেমনই ইদ সেলিব্রেশনে মাতেন হৃতিক বা কাপুর খানদান৷ এবার গণপতির প্রর্থনা মন দিয়ে করল সইফ পুত্র তৈমুর (Taimur Ali Khan Ganesh Puja)৷ হাত জোর করে, চোখ বন্ধ করে প্রণাম করল গণপতিকে৷ মা করিনা সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement

আরও পড়ুন Saif Ali Khan reaction: ছেলেদের নাম নিয়ে বারবার বিতর্ক, আর কতদিন চুপ থাকবেন সইফ, এবার মুখ খুললেন ছোটে নবাব

সইফ-করিনার (Saif-Kareena) ছেলেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ মারাত্মক৷ যেমন তাদের নাম নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়, তেমনই নেটিজেনদের প্রিয় তৈমুর-জাহাঙ্গীর (Taimur-Jahangir)৷ ছোট থেকে তৈমুর ছিল সেনসেশন৷ এখন জাহাঙ্গীরের এক ঝলক পেতে মরিয়া পাপারাৎজিরা৷ এতটাই তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় যে, ছোট্ট তৈমুর নিজেও বিরক্ত হয় ক্যামেরা দেখে৷ তবে নিস্তার নেই, সেলেব পুত্র বলে কথা৷ এবার সেই ছেলের ছবি নিজেই পোস্ট করলেন মা৷ এত সুন্দর করে ঈশ্বর বন্দনা করছে তৈমুর, যা দেখে সকলেই অভিভূত৷ প্রথমে তাকে মা করিনা কিছুটা সাহায্য করেছেন ঠিকই, কিন্তু তারপর থেকে সে নিজেই মন দিয়ে পুজো করছে৷ বাবা সইফ সবসময় রয়েছেন ছোট্ট তৈমুরের পাশে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে শুধু গণেশ প্রণামে শেষ হয়নি তৈমুরের ভক্তি (Ganesh Chaturthi Taimur Ali Khan)৷ নিজে হাতে সে বানিয়েছে ছোট্ট গণেশ৷ এখন নানা রকম খেলা শিখছে তৈমুর৷ যার মধ্যে মাটির জিনিষও তৈরি করতে শিখছে ছোট্ট এই নবাব৷ এবং গণেশ চতুর্থীতে নিজে হাতে সে তৈরি করেছে মাটির গণেশ৷ রঙিন এই গণেশরে বাহনও তৈরি হয়েছে টিম টিমের হাতে (Tim Tim makes clay Ganesh)৷ মা করিনা ছেলের এই কীর্তির ছবিও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সব মিলিয়ে সইফ-করিনার ঘরে বেশ জমে উঠেছে এবছরের গণেশ চতুর্থী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ganesh Chaturthi 2021| Taimur Ali Khan : নবাব পরিবারের গণেশ পুজো, হাত জোর করে তৈমুর বলছে গণপতি বাপ্পা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল