তবে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার বিয়েতে নাকি বাদ পড়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকরা ৷ পিগি চপসের বিয়েতে নাকি নিমন্ত্রিত নন শাহরুখ খান ৷ এই খবরেই সরগরম বলিপাড়া ৷ তার মাঝেই গতকাল ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন ৷ আর সেই দিনই মুক্তি পেল শাহরুখের আপকামিং ছবি ‘জিরো’র ট্রেলার ৷ আর সেই ছবির প্রমোশনে একটি প্রেস কনফারেন্স চলছিল ৷ সেখানে হাজির ছিলেন কিং খান স্বয়ং ৷ এবং তাঁর সঙ্গে ছিলেন ছবির দুই নায়িকা ক্যাটরিনা এবং অনুষ্কা ৷
advertisement
সেখানেই সাংবাদিকরা প্রিয়াঙ্কা ও দীপিকার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন ৷ এবং কথা সূত্রে অনুষ্কা শর্মার বিয়ের কথাও উঠে আসে ৷ এবং অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা ভূয়সী প্রশংসা করেন ৷ বলেন,‘‘অনুষ্কা ও বিরাটের বিয়ের ছবি সামনে আসতে মনে হয়েছিল জীবনে যেন নতুন করে প্রেম ফিরে এল ৷ এত সুন্দর ছিল ওঁদের বিয়ের ছবি ৷’’
এই কথাগুলি যখন বলছিলেন ক্যাটরিনা, তখন তাঁর কথার রেশ ধরেই কথা ধরেন শাহরুখ ৷ মজাচ্ছলেই কিছু কথা ক্যামেরা সামনে বলে ফেলেন তিনি ৷ বলেন, ‘‘ওই ছবি দেখে মনে হয়েছিল, বিরাট কোহলির সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত ছিল ৷’’ কিং খানের এই বক্তব্য শুনে হেসে লুটিয়ে পড়েন দুই বলি ডিভা ৷ আর সেই ভিডিওটি এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷