TRENDING:

বিরাটের সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত ছিল, প্রকাশ্যে মনের কথা বললেন শাহরুখ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সামনেই বিয়ে বলিউডের দুই সুন্দরীর ৷ তাঁদের সৌন্দর্য এবং প্রতিভায় মুগ্ধ গোটা দেশ ৷ না এই কথাটা বললে, একটু ভুল বলা হয় বইকি ৷ এই দুই সুন্দরীর সৌন্দর্য এবং প্রতিতা দেশ ছাড়িয়ে এখন বিদেশেও কামাল দেখাচ্ছে ৷ এই দুই বলি ডিভা এখন হলিউডেও সমান জনপ্রিয় ৷ একজন প্রিয়াঙ্কা চোপড়া আর অন্যজন নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন ৷ সামনেই ব্রিটিশ পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রিয়াঙ্কা ৷ অন্যদিকে পিছিয়ে নেই দীপিকাও ৷ তিনিও বলিউড সুপারস্টার রণবীর সিংহের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘মস্তানি’ দীপিকা ৷
advertisement

তবে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার বিয়েতে নাকি বাদ পড়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকরা ৷ পিগি চপসের বিয়েতে নাকি নিমন্ত্রিত নন শাহরুখ খান ৷ এই খবরেই সরগরম বলিপাড়া ৷ তার মাঝেই গতকাল ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন ৷ আর সেই দিনই মুক্তি পেল শাহরুখের আপকামিং ছবি ‘জিরো’র ট্রেলার ৷ আর সেই ছবির প্রমোশনে একটি প্রেস কনফারেন্স চলছিল ৷ সেখানে হাজির ছিলেন কিং খান স্বয়ং ৷ এবং তাঁর সঙ্গে ছিলেন ছবির দুই নায়িকা ক্যাটরিনা এবং অনুষ্কা ৷

advertisement

সেখানেই সাংবাদিকরা প্রিয়াঙ্কা ও দীপিকার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন ৷ এবং কথা সূত্রে অনুষ্কা শর্মার বিয়ের কথাও উঠে আসে ৷ এবং অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে ক্যাটরিনা ভূয়সী প্রশংসা করেন ৷ বলেন,‘‘অনুষ্কা ও বিরাটের বিয়ের ছবি সামনে আসতে মনে হয়েছিল জীবনে যেন নতুন করে প্রেম ফিরে এল ৷ এত সুন্দর ছিল ওঁদের বিয়ের ছবি ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এই কথাগুলি যখন বলছিলেন ক্যাটরিনা, তখন তাঁর কথার রেশ ধরেই কথা ধরেন শাহরুখ ৷ মজাচ্ছলেই কিছু কথা ক্যামেরা সামনে বলে ফেলেন তিনি ৷ বলেন, ‘‘ওই ছবি দেখে মনে হয়েছিল, বিরাট কোহলির সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত ছিল ৷’’ কিং খানের এই বক্তব্য শুনে হেসে লুটিয়ে পড়েন দুই বলি ডিভা ৷ আর সেই ভিডিওটি এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরাটের সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত ছিল, প্রকাশ্যে মনের কথা বললেন শাহরুখ