অভিনেত্রীর করা এই Instagram পোস্ট দেখেই উৎসাহিত হয়ে পড়েছেন তাঁর এবং গোবিন্দার ফ্যানেরা। পোস্টটির কমেন্ট বক্সে শুরু হয়েছে নতুন কাজের চর্চা। প্রত্যেকেই জানতে চেয়েছেন কী কাজ? কবে হল?, কবে থেকে দেখা যাবে? এই সব অনেক প্রশ্ন জড়ো হয়েছে। অনেকে নতুন ভাবে তাঁদের প্রিয় জুটিকে দেখতে পাবেন বলে নিজেদের আশাবাদী বলে প্রকাশ করেছেন। তবে রবিনা কোনও প্রশ্নেরই উত্তর দেননি। তাঁর রেখে দেওয়া ধোঁয়াশা, হয় তো অনেক বড় কোনও ঝলক দিতে চলেছে দর্শকদের।
কেজিএফ চ্যাপটার ২-তে (KGF Chapter 2) রবিনা টন্ডন-কে দেখা যাবে। এই ছবিতে ভিলেনের চরিত্রে সঞ্জয় দত্তকেও (Sanjay Dutt) দেখা যাবে। গোবিন্দাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯-এ মুক্তি পাওয়া ছবি রঙ্গিলা রাজা-তে (Rangeela Raja)। সম্প্রতি গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে (Sunita Ahuja) ইন্ডিয়ান প্রো মিউজিক লিগে (Indian Pro Music League) অতিথি হিসেবে দেখা গিয়েছে। এছাড়াও বাংলায় একটি জনপ্রিয় ডান্স শো-তে বিচারকের দায়িত্বেও রয়েছেন গোবিন্দা।