পর্নোগ্রাফি মামলায় পুলিশ আবারও মুম্বইয়ের অন্ধেরিতে অবস্থিত রাজ কুন্দ্রার ভিয়ান (Viaan) এবং জেএল স্ট্রিম (JL Stream) অফিসে অভিযান চালায়। এই সময়, দেওয়ালে লুকানো একটি 'গোপন আলমারি'-র চোখে পড়ে তাদের৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
advertisement
এটি অনলাইন সুট্টা কারবারে এ সব তথ্য কাজে আসত কিনা, তা জানতে চাইছে পুলিশ৷ যদিও এ নিয়ে কোনও মন্তন্য করতে চায়নি তারা৷
এর আগে, পর্ন প্রযোজনার মামলার তদন্তকারী কর্তারা নিউজ 18 কে জানিয়েছেন যে ১২১ টি ভিডিও ১.২ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করার কথা ছিল রাজ কুন্দ্রার। রাজ কুন্দ্রা এইচএস অ্যাকাউন্ট, এইচএস অপারেশন এবং এইচএস টেকডাউন নামে তিনটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন। এগুলির উপরও চলছে তদন্ত৷
এর আগে শিল্পা ও রাজের জুহুর বাসভবনে পৌঁছে যায় তদন্তকারীরা৷ সেখানে অভিনেত্রী ও রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও পর্ন তৈরি নিয়ে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন শিল্পা৷ সংবাদমাধ্যমের সামনেও কোনও মন্তব্য করেননি তিনি৷ শুধু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন যে অতীতেও অনেক লড়াই করেছেন এবং আগামিদিনেও লড়াই করবেন তিনি৷ এছাড়াও পর্ন এবং ইরোটিকার মধ্যে তফাত রয়েছে বলে তিনি জানিয়েছেন৷