তিনি একেবারে চাঁচাছোঁলা ভাষায় প্রত্যুত্তর করেছেন৷ কংগ্রেস নেতা সরাসরি আদনানের নাম নিয়ে অভিযোগ করেছিলেন যে নিজের যোগ্যতায় নয়, বিজেপি সরকারের সঙ্গে সক্ষতা থাকার ফলস্বরূপ পদ্মপুরস্কার পেয়েছেন শিল্পী৷
তিনি লিখেছেন যে হে বাচ্চু, আপনার মাথা কী কোনও ক্লিয়ারেন্স সেল থেকে কেনা? নাকি কোনও সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে উঠিয়ে নেওয়া? বাবা-মায়ের কোনও পদক্ষেপের জন্য তাদের সন্তানকে দোষারোপ করা হয় কি? নাকি তার জন্য সন্তানকে ক্ষতিপূরণ দিতে হয়? আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কী শিখিয়েছে? আপনি নাকি আইনজীবী? ল স্কুলে আপনি কী এইসব শিখেছেন? আপনার মঙ্গল কামনা করি৷
advertisement
আদনান স্বামী পদ্মশ্রী পাওয়াতে জয়বীর শেরগিল কিছু প্রশ্ন তুলেছিলেন৷ তার প্রশ্ন ছিল যে কেন কার্গিলের যোদ্ধা মহম্মদ শহানুল্লা এনআরসির দোহাই দিয়ে বিদেশী তকমা পেয়েছেন যেখানে আদনান পাক এয়ার ফোর্স পাইলটের ছেলে হয়ে দেশের সর্বোচ্চ সম্মান পাবেন৷ আদনান স্বামীর জন্ম লন্ডনে৷ তাঁর বাবা পাক বায়ুসেনার অফিসার ছিলেন৷ ২০১৫ তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানান৷ ২০১৬ তিনি ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পান৷