টলিউডের খুব পরিচিত মুখ কাঞ্চন মল্লিক৷ তিনি এখন বিধায়কও৷ তিনি হাসিমুখের প্রাণোচ্ছ্বল অনস্ক্রিনে সাধারণত এটাই দেখা যায়৷ সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় হয়েছে টুম্পা সোনা গানটি৷ আর সেই গানেই নাচছেন সুপারহিট কাঞ্চন মল্লিক৷ সঙ্গীও দারুণ জনপ্রিয় মুখ৷ তিনি আর কেউ নন ‘কৃষ্ণকলি’-র কুখ্যাত রাধারাণী৷ কিন্তু নেগেটিভ নারীর চরিত্রে অভিনয় করলেও শ্রীময়ি একেবারে বাঙালির অন্দরমহলের রোজকার ঘরের মেয়ে হয়ে গেছেন৷
advertisement
দেখে নিন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ি চট্টরাজের সেই সুপার ভাইরাল ভিডিও
সম্প্রতি কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর নিউজপ্রিন্ট, প্রচুর এয়ারটাইম খরচ হয়ছে৷ দেওয়ালের কান আছে এই ধরণের কোনও কারণেই কি কাঞ্চনের এই নাচের ভিডিওটি আরও বেশি ভাইরাল হয়েছে তাও বলছে অনেক মহল৷
বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন আলাদা হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হয়েছে৷ সব জায়গা থেকেই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ এ ফিউ মোমেন্টস লেটার এই ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভিডিওটির ভিউ হয়েছে প্রায় ১০ লক্ষের কাছাকাছি৷ লাইক প্রায় ২০ হাজারের বেশি, একইরকম ভাবে শেয়ারও প্রচুর৷ সব মিলিয়ে সুপারহিট গান এবং হিট নায়ক ও জনপ্রিয় নায়িকার নাচ একেবারে তুমুল ভাইরাল৷