TRENDING:

পিছনে আয়না, সামনে লাল টি শার্টে কাঞ্চন,টুম্পা সোনা গানে সঙ্গী রাধারাণী, পুরনো ভিডিও ভাইরাল

Last Updated:

সুপারহিট গান এবং হিট নায়ক ও জনপ্রিয় নায়িকার নাচ একেবারে তুমুল ভাইরাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়া এক আজব মাধ্যম৷ এখানে এমন সব জিনিসের খাজানা থাকে যা মানুষের ভীষণ পছন্দ হয় আবার কখনও সেটা অপছন্দের হলেও শিরোনামে চলে আসে৷ তারমধ্যে যদি আবার তারকাদের ভিডিও হয় তাহলে তো কথাই নেই৷ টলিউড-বলিউড রুপোলি পর্দা এই সব তো চিরকালই মানুষকে তীব্র আকর্ষণ করে৷ তাঁদের অনস্ক্রিন পারফরম্যান্স থেকে তাঁদের ব্যক্তিগত জীবন -যেখান থেকে যা পাওয়া যায় তাই চেটেপুটি উপভোগ করেন দর্শক-শ্রোতারা৷ আর সোশ্যালমিডিয়া আসার পরেই এই সেলিব্রিটিদের আঙিনা অবধি সাধারণ মানুষের আরও অনেক বেশি হয়ে গেছে৷
advertisement

টলিউডের খুব পরিচিত মুখ কাঞ্চন মল্লিক৷ তিনি এখন বিধায়কও৷ তিনি হাসিমুখের প্রাণোচ্ছ্বল অনস্ক্রিনে সাধারণত এটাই দেখা যায়৷ সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় হয়েছে টুম্পা সোনা গানটি৷ আর সেই গানেই নাচছেন সুপারহিট কাঞ্চন মল্লিক৷ সঙ্গীও দারুণ জনপ্রিয় মুখ৷ তিনি আর কেউ নন ‘কৃষ্ণকলি’-র কুখ্যাত রাধারাণী৷ কিন্তু নেগেটিভ নারীর চরিত্রে অভিনয় করলেও শ্রীময়ি একেবারে বাঙালির অন্দরমহলের রোজকার ঘরের মেয়ে হয়ে গেছেন৷

advertisement

দেখে নিন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ি চট্টরাজের সেই সুপার ভাইরাল ভিডিও

সম্প্রতি কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর নিউজপ্রিন্ট, প্রচুর এয়ারটাইম খরচ হয়ছে৷ দেওয়ালের কান আছে এই ধরণের কোনও কারণেই কি কাঞ্চনের এই নাচের ভিডিওটি আরও বেশি ভাইরাল হয়েছে তাও বলছে অনেক মহল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মকর সংক্রান্তিতে ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! হাওড়ায় পথনাটিকা, সচেতনতা অভিযান
আরও দেখুন

বিভিন্ন আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন আলাদা হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট হয়েছে৷ সব জায়গা থেকেই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ এ ফিউ মোমেন্টস লেটার এই ফেসবুক হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া ভিডিওটির ভিউ হয়েছে প্রায় ১০ লক্ষের কাছাকাছি৷ লাইক প্রায় ২০ হাজারের বেশি, একইরকম ভাবে শেয়ারও প্রচুর৷ সব মিলিয়ে সুপারহিট গান এবং হিট নায়ক ও জনপ্রিয় নায়িকার নাচ একেবারে তুমুল ভাইরাল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পিছনে আয়না, সামনে লাল টি শার্টে কাঞ্চন,টুম্পা সোনা গানে সঙ্গী রাধারাণী, পুরনো ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল