এক কঠিন রোগের শিকার নেহা৷ সেই তথ্য নিজেই ফাঁস করেছিলেন গায়িকা৷ জনপ্রিয় গানের রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে বসে নেহা জানিয়েছিলেন যে, তিনি দীর্ঘদিন ধরে এমন এক রোগের শিকার যা খুবই উদ্বেগজনক। যা নিয়ে তিনি বছরের পর বছর ধরে লড়াই করে যাচ্ছেন। নেহা কাক্কর জানিয়েছেন যে এই রোগের কারণে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেক সময় তিনি অনুভব করেছেন যে, জীবনে তাঁর কাছে সব রয়েছে৷ সম্পত্তি, বাড়ি, অর্থ এবং পরিবার পাশে থাকলেও, এই ব্যাধি থেকে তিনি কখনও মুক্তি পাবেন না৷ তবে আপাতত তিনি নিজের সংসার ও গানের জগতে মন দিয়েছেন নেহা৷ পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তা৷
advertisement
এর আগেও একবার খবর ছড়িয়ে পড়েছিল যে তিনি মা হতে চলেছেন৷ তবে শেষ পর্যন্ত জানানো হয় যে, একটি বিশেষ প্রচারের জন্য এমন ভুয়ো খবর ছড়ানো হয়েছিল৷ এখনও তেমন কোনও সুখবর নেই যদিও৷ তাই এভাবে ফুচকা খাওয়া নিয়ে যতই জল্পনা হোক না কেন, এর পিছনে কোনও কারণ নেই৷ শুধুমাত্র খেতে ভালবাসেন বলেই ফুচকা খেলেন নেহা৷ নেহা ও রোহনপ্রীত ফুচকা খেলেন খাদ তেনু মে দস্সার সেটে৷ আর নেহা কক্করের সেই ভিডিওটিও ভাইরাল হল৷