TRENDING:

Neha Kakkar Viral Video: স্বামীকে নিয়ে 'গপাগপ' ফুচকা খাচ্ছেন নেহা কক্কর! ভিডিও ভাইরাল...

Last Updated:

নেহা কক্কর (Neha Kakkar) খুবই মন দিয়ে খাচ্ছেন ফুচকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সঙ্গীতশিল্পী হিসেবে যেমন জনপ্রিয় নেহা কক্কর (Neha Kakkar), তেমনই তাঁর সোশ্যাল মিডিয়া (Viral Video)পোস্ট ঘিরেও চলে তুমুল চর্চা৷ কখনও স্বামীর সঙ্গে সোহাগ তো কখনও ঘরোয়া ঝগড়া (মজাচ্ছলে), সবই সামনে চলে আসে নেহার৷ সেই সব ভিডিও ভাইরাল হচ্ছে৷ এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে স্বামী রোহনপ্রীতকে (Rohanpreet Singh) সঙ্গে নিয়ে ফুচকা বা পানিপুরি খাচ্ছেন মনের আনন্দে৷ ফুচকার স্বাদ দারুণ উপভোগ করছেন নেহা৷ টক খেতে খুবই ভাল লাগছে তাঁর৷ তাহলে কী কোনও খুশির খবর দেবেন তিনি? কারণ বলা হয়, গর্ভাবস্থার সময় অনেক মেয়েদেরই টক খেতে ভাল লাগে! তবে কী কোনও ভাল খবর দেবেন নেহা?
advertisement

এক কঠিন রোগের শিকার নেহা৷ সেই তথ্য নিজেই ফাঁস করেছিলেন গায়িকা৷ জনপ্রিয় গানের রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে বসে নেহা জানিয়েছিলেন যে, তিনি দীর্ঘদিন ধরে এমন এক রোগের শিকার যা খুবই উদ্বেগজনক। যা নিয়ে তিনি বছরের পর বছর ধরে লড়াই করে যাচ্ছেন। নেহা কাক্কর জানিয়েছেন যে এই রোগের কারণে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেক সময় তিনি অনুভব করেছেন যে, জীবনে তাঁর কাছে সব রয়েছে৷ সম্পত্তি, বাড়ি, অর্থ এবং পরিবার পাশে থাকলেও, এই ব্যাধি থেকে তিনি কখনও মুক্তি পাবেন না৷ তবে আপাতত তিনি নিজের সংসার ও গানের জগতে মন দিয়েছেন নেহা৷ পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তা৷

advertisement

এর আগেও একবার খবর ছড়িয়ে পড়েছিল যে তিনি মা হতে চলেছেন৷ তবে শেষ পর্যন্ত জানানো হয় যে, একটি বিশেষ প্রচারের জন্য এমন ভুয়ো খবর ছড়ানো হয়েছিল৷ এখনও তেমন কোনও সুখবর নেই যদিও৷ তাই এভাবে ফুচকা খাওয়া নিয়ে যতই জল্পনা হোক না কেন, এর পিছনে কোনও কারণ নেই৷ শুধুমাত্র খেতে ভালবাসেন বলেই ফুচকা খেলেন নেহা৷ নেহা ও রোহনপ্রীত ফুচকা খেলেন খাদ তেনু মে দস্সার সেটে৷ আর নেহা কক্করের সেই ভিডিওটিও ভাইরাল হল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neha Kakkar Viral Video: স্বামীকে নিয়ে 'গপাগপ' ফুচকা খাচ্ছেন নেহা কক্কর! ভিডিও ভাইরাল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল