TRENDING:

Sonu Sood: প্রেমিকার জন্য iPhone-র আবদার, সোনু জানালেন...

Last Updated:

মানুষের উপকারে কাজ করছেন সোনু সুদ (Sonu Sood)৷ তাই নিত্য দিন তাঁর কাছে পৌঁছে যাচ্ছে ভক্তদের নানা দাবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশে করোনার প্রথম ঢেউ ও লকডাউন থেকে শুরু হয়েছে সোনু সুদের (Sonu Sood) কাজ৷ গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় তিনি নজির তৈরি করেছেন৷ সাধারণ মানুষের জন্য তিনি প্রচুর কাজ করেছেন তিনি৷ যে কারণে তাঁকে মসিহা মেনে নিয়েছেন সকলেই৷ প্রচুর মানুষ তাঁকে নিজেদের সমস্যার কথা লিখে পাঠান, এখনও৷ যে কোনও প্রয়োজনে তিনিও সাধ্য মতো চেষ্টা করেন সাহায্য করতে৷ তবে তার মধ্যে যে আজব প্রস্তাব আসে না তাও নয়৷ এবার এক ব্যক্তি নিজের প্রেমিকার জন্য iPhone-র আবদার করে বসলেন সোনু সুদের কাছে৷ যোগ্য জবাবও দিলেন সোনু!
অফিসের পরে এবার সোনু সুদের বাড়িতে আয়কর বিভাগের হানা! আসল কারণ কী
অফিসের পরে এবার সোনু সুদের বাড়িতে আয়কর বিভাগের হানা! আসল কারণ কী
advertisement

তিনিই রিয়াল হিরো! পর্দায় যতই খল চরিত্রে দেখা যাক না কেন সোনু সুদকে, তাঁকেই আপাতত দেশের হিরো মেনে নিয়েছেন জনগণ৷ কারণ একেবারে পর্দায় নায়কের মতোই তিনি সাধারণ মানুষকে সাহায্য করছেন৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক বা দুঃস্থ মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেওয়া, সবটাই করেছেন সোনু৷ এবং সেটাও কোনও সরকারি সাহায্য ছাড়াই৷ তাই তাঁর উপর ভরসা বেড়েছে সাধারণ মানুষের৷ এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও তাঁর দল পৌঁছে গিয়েছেন অক্সিজেন সিলেন্ডার নিয়ে৷ বিদেশেও আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে এনেছেন সোনু৷ ফলে তাঁর জনপ্রিয়তা বিপুল৷ এমনকি বলিউডের নায়করাও তাঁর প্রশংশায় পঞ্চমুখ৷

advertisement

এহেন সোনুর কাছে আইফোন চেয়ে বসলেন এক যুবক৷ প্রমিকাকে আইফোন গিফ্ট করতে চেয়ে, তিনি চাইলেন সোনুর সাহায্য৷ তাঁকে নিরাশ করেননি সোনু৷ এমন উত্তর দিয়েছেন যাতে ভবিষ্যতে আর আইফোনর স্বপ্ন তিনি না দেখেন! সোনু সুদ বলেছেন যে, যদি আইফন দেওয়া হয়, তাহলে আপনার আর কিছু থাকবে না৷ এই উত্তরে বেশ মজা পয়েছেন ভক্তরা৷

advertisement

advertisement

একই সঙ্গে আরও এক ব্যক্তি সোনুর কাছে দাবি জানিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসনকে WTC ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ তার উত্তরে সোনু বলেন যে, ভারতের খেলোয়ারা এতটা অসামান্য যে কোনও প্রতিপক্ষকেই ভয় পান না তাঁরা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonu Sood: প্রেমিকার জন্য iPhone-র আবদার, সোনু জানালেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল