তিনিই রিয়াল হিরো! পর্দায় যতই খল চরিত্রে দেখা যাক না কেন সোনু সুদকে, তাঁকেই আপাতত দেশের হিরো মেনে নিয়েছেন জনগণ৷ কারণ একেবারে পর্দায় নায়কের মতোই তিনি সাধারণ মানুষকে সাহায্য করছেন৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক বা দুঃস্থ মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেওয়া, সবটাই করেছেন সোনু৷ এবং সেটাও কোনও সরকারি সাহায্য ছাড়াই৷ তাই তাঁর উপর ভরসা বেড়েছে সাধারণ মানুষের৷ এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও তাঁর দল পৌঁছে গিয়েছেন অক্সিজেন সিলেন্ডার নিয়ে৷ বিদেশেও আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে এনেছেন সোনু৷ ফলে তাঁর জনপ্রিয়তা বিপুল৷ এমনকি বলিউডের নায়করাও তাঁর প্রশংশায় পঞ্চমুখ৷
advertisement
এহেন সোনুর কাছে আইফোন চেয়ে বসলেন এক যুবক৷ প্রমিকাকে আইফোন গিফ্ট করতে চেয়ে, তিনি চাইলেন সোনুর সাহায্য৷ তাঁকে নিরাশ করেননি সোনু৷ এমন উত্তর দিয়েছেন যাতে ভবিষ্যতে আর আইফোনর স্বপ্ন তিনি না দেখেন! সোনু সুদ বলেছেন যে, যদি আইফন দেওয়া হয়, তাহলে আপনার আর কিছু থাকবে না৷ এই উত্তরে বেশ মজা পয়েছেন ভক্তরা৷
একই সঙ্গে আরও এক ব্যক্তি সোনুর কাছে দাবি জানিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসনকে WTC ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ তার উত্তরে সোনু বলেন যে, ভারতের খেলোয়ারা এতটা অসামান্য যে কোনও প্রতিপক্ষকেই ভয় পান না তাঁরা৷