কিছু দিন আগে কে এল রাহুল, আথিয়ার ভাই আহান শেট্টির (Ahan Shetty) সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় নানা কথা। শোনা গিয়েছে রাহুল-আথিয়া দু'জনেই একে অপরকে ডেট করছেন। বর্তমানে দু'জনেই এক সঙ্গে রয়েছেন। তবে এই খবরে কতটা সত্যতা রয়েছে তা নিয়ে সন্দেহ আছে। এখনও পর্যন্ত দুই তারকার একজনও নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেননি।
advertisement
একবার এক সক্ষাৎকারে আথিয়ার বাবা সুনীল শেট্টিকে প্রশ্ন করা হয়েছিল রাহুলের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক রয়েছে কি না? সুনীল শেট্টি উত্তরে বলেছিলেন, “আমি এই সংক্রান্ত কিছু জানি না, আথিয়াকে জিজ্ঞেস করতে হবে। আপনারা কি জানেন কিছু? আপনারা নিজেরাই যদি না জানেন তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন, আগে জেনে নিন তার পর এই বিষয়ে কথা বলা যাবে”।
আথিয়া ‘হিরো’ (Hero) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এর পর মুবারকান (Mubarakan) এবং মোতিচুর চকনাচুর (Motichoor Chaknachoor) সিনেমায় কাজ করেন। দু'টি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়। আহান শেট্টিও বলিউডে নিজের কেরিয়ার তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছেন। অভিনেত্রী তারা সুতারিয়ার (Tara Sutaria) বিপরীতে ‘তড়প’ (Tadap) ছবিতে অভিনয় শুরু করবেন আহান।