কখনও বিভিন্ন নায়িকাদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, আবার কখনও নাম করা প্রোডাকশন হাউজের ছবি থেকে বাদ পড়ায় বিতর্ক হয়েছে। তবে ধরি মাছ না ছুঁই পানি গোছের কৌশল মেনে প্রতিবারই কার্তিক সব বিতর্কের পাশ কাটিয়ে বেরিয়ে এসেছেন। হাজার ঝড়-ঝাপটাতেও তাঁর অনুগামীর সংখ্যা একচুল এদিক-ওদিক হয়নি। সোশ্যাল মিডিয়া হল কার্তিকের সেই অস্ত্র যা দিয়ে তিনি তাবড় পরিচালক প্রযোজকদের বুড়ো আঙুল দেখিয়েছেন।
advertisement
তবে শুধুই বাঁধভাঙা সাফল্য নয়, কার্তিকের বিষয়-আশয়ও চমকে দেওয়ার জন্য যথেষ্ট। ভারসোভাতে তাঁর নতুন বাড়ির দাম ১.৫ কোটি! নানা রকমের গাড়ি কেনার শখ আছে কার্তিকের। তাঁর কাছে আছে একটি রয়্যাল এনফিল্ড বাইক, বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি এবং একটি মিনি কুপার। সম্প্রতি তিনি ৩ কোটি টাকা দিয়ে একটি ল্যাম্বরগিনি উরুসও কিনেছেন। বর্তমানে কার্তিকের মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি টাকা।
মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে জন্ম কার্তিকের। তাঁর প্রকৃত নাম হল কার্তিক তিওয়ারি। অভিনেতার বাবা-মা দু'জনেই ডাক্তার। তাঁরা চেয়েছিলেন ছেলেও সেই পথে হাঁটুক! অবশ্য কার্তিক বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে না পারলেও কার্তিকের একমাত্র বোন ডাক্তার হয়েছেন।
কার্তিকের হাতে এখন পরের পর ছবি। যার মধ্যে ধমাকা (Dhamaka) এবং ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiya 2) অন্যতম। হনসল মেহতার (Hansal Mehta) আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে।