আরও পড়ুন Yuvaan turns 1 year: ১ বছরে পা দিল আদরের ইউভান, ছেলেকে জাপটে ধরে মা শুভশ্রী লিখলেন...
শোয়ে হাজির হওয়া মাত্রই উঠল কঙ্গনার নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রশ্ন! কেন এত নিরাপত্তরক্ষীদের নিয়ে আসতে হয় কঙ্গনাকে? প্রশ্ন করলেন কপিল৷ কপিল বললেন যে, আপনার এত রক্ষীদের দেখে আমরা খুব শঙ্কিত! কঙ্গনা আশ্বস্ত করলেন, সত্যি বললে কোনও সমস্যা নেই! এরপর কপিল একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে বসলেন প্রশ্ন করতে৷ কারণ তিনি বললেন যে কঙ্গনা কোনও কথা বললেই আগুন জ্বলে যায়! সঙ্গে সঙ্গে হেসে ফেললেন কঙ্গনা! এভাবে এগোতে থাকে মজার এই শো৷
advertisement
নতুন এই ছবি থালাইভির প্রচারে এসে কমেডি শোয়ে খুব মজা করলেন কঙ্গনা৷ সব কথার সুন্দর জবাব দিলেন তিনি৷ প্রশ্নের সঙ্গে মানিয়ে তিনিও দিলেন একের পর এক মজা করেই উত্তর৷ ফলে জমে গেল শো৷ এমনিতেই কপিল শর্মার শো খুবই জনপ্রিয়৷ গণেশ চতুর্থী উপলক্ষ্যে এই বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন কঙ্গনা৷ বিশেষত বলিউডের যে কোনও ছবি মুক্তিতেই প্রচারের জন্য এই মঞ্চ বেছে নেন সব তাবড় তারকারাই৷ শাহরুখ থেকে অজয় দেবগণ, সকলেই নিজের ছবির প্রচারে আসেন কপিল শর্মা শোয়ে৷ এবার কঙ্গনা এলেন তাঁর ছবির প্রচার করতে আর সেই প্রচারে এসেই কপিলের প্রশ্নের বাউন্সার দারুণ সামলালেন নায়িকা৷