একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে প্রয়োজন ছাড়া একগাদা মেক আপ করা হিনা পছন্দ করেন না। তাঁর ত্বকে সব সময় একটা স্বাভাবিক আভা থাকে। তিনি হলেন প্রকৃত সুন্দরী। অবশ্য এর মানে এই নয় যে নিজের ত্বকের যত্ন তিনি নেন না। এই বিষয়ে যথেষ্ট সচেতন ছোট পর্দার সম্রাজ্ঞী।
হিনা চেষ্টা করেন যে তাঁকে যেন ক্যামেরার সামনে সব সময় আকর্ষণীয় লাগে। আর তাই জন্য তিনি চেষ্টার কসুর রাখেন না।
advertisement
ত্বকের উপর জমে থাকা ময়লা, ধুলো, বালি ও মৃত কোষ তুলে ফেলার জন্য কমলালেবুর খোসা এবং দুধ ব্যবহার করেন। কমলালেবুর খোসা গুঁড়ো করে পাউডার মতো বানিয়ে তার মধ্যে দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করেন। এই পেস্ট স্ক্রাব হিসাবে ব্যবহার করেন হিনা।
যাঁরা মেক আপের পরিবর্তে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যে বিশ্বাস করেন তাঁরা জানেন যে ত্বকের আসল সৌন্দর্য ভিতর থেকে ফুটে ওঠা দরকার। আর তার জন্য দরকার আর্দ্রতা। ত্বক আর্দ্র রাখতে সারা দিনে অন্তত ১২ গ্লাস জল পান করেন তিনি। ফলে তাঁর ত্বক আর্দ্র ও পেলব থাকে।
এছাড়াও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে এবং ত্বকের টানটান ভাব ধরে রাখতে নিয়মিত ডাবের জল পান করেন তিনি। কারণ ডাবের জলে আছে ভিটামিন C, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম। আর এই সবক'টি উপাদানই ত্বকের জন্য খুব ভালো। বাজারচলতি কোনও প্রোডাক্ট নয়, হিনা বাড়িতেই একটি ফেসপ্যাক তৈরি করে নেন। তার জন্য তিনি নেন ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং চন্দন পাউডার। এর মধ্যে টম্যাটোর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করেন তিনি।
মেক আপ তোলার সময় গোলাপজল ব্যবহার করেন হিনা আর তার পরেই মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে ভোলেন না।