TRENDING:

Bollywood Latest News: জনসমক্ষে রূপের রহস্য! হিনা খানের রূপে-লাবণ্যে কাঁপছে সোশ্যাল মিডিয়া

Last Updated:

Hina Khan|Bollywood lastest News|Gossip: হিনা খানের রূপের আগুনে কাঁপছে সোশ্যাল মিডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টিভির জগতে নিজেকে প্রমাণ করেছেন হিনা খান (Hina Khan)। শুধু অভিনয় দিয়ে নয়, নিজের অভিজাত ফ্যাশন সেন্স দিয়েও তিনি ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জে বুক কেঁপে গিয়েছে বলিউডের তাবড় নায়িকাদের। ২০১৯ সালে কানস ফিল্ম ফেস্টিভ্যালের লাল কার্পেটে যখন হিনা হেঁটেছিলেন সেই নিয়ে একের পর এক এক খবর তৈরি হয়েছিল। তাঁর হাঁটাচলা আর স্ফটিকের মতো ত্বক সব কিছু থেকে বিচ্ছুরিত হচ্ছিল আভিজাত্য আর পেশাদারিত্ব। কী ভাবে নিজের এই সুন্দর ত্বক বজায় রাখেন তিনি? এত দিনে বোঝা গেল তাঁর রূপের রহস্য।
হিনা খান ৷ ফাইল ছবি ৷
হিনা খান ৷ ফাইল ছবি ৷
advertisement

একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে প্রয়োজন ছাড়া একগাদা মেক আপ করা হিনা পছন্দ করেন না। তাঁর ত্বকে সব সময় একটা স্বাভাবিক আভা থাকে। তিনি হলেন প্রকৃত সুন্দরী। অবশ্য এর মানে এই নয় যে নিজের ত্বকের যত্ন তিনি নেন না। এই বিষয়ে যথেষ্ট সচেতন ছোট পর্দার সম্রাজ্ঞী।

হিনা চেষ্টা করেন যে তাঁকে যেন ক্যামেরার সামনে সব সময় আকর্ষণীয় লাগে। আর তাই জন্য তিনি চেষ্টার কসুর রাখেন না।

advertisement

ত্বকের উপর জমে থাকা ময়লা, ধুলো, বালি ও মৃত কোষ তুলে ফেলার জন্য কমলালেবুর খোসা এবং দুধ ব্যবহার করেন। কমলালেবুর খোসা গুঁড়ো করে পাউডার মতো বানিয়ে তার মধ্যে দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করেন। এই পেস্ট স্ক্রাব হিসাবে ব্যবহার করেন হিনা।

যাঁরা মেক আপের পরিবর্তে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যে বিশ্বাস করেন তাঁরা জানেন যে ত্বকের আসল সৌন্দর্য ভিতর থেকে ফুটে ওঠা দরকার। আর তার জন্য দরকার আর্দ্রতা। ত্বক আর্দ্র রাখতে সারা দিনে অন্তত ১২ গ্লাস জল পান করেন তিনি। ফলে তাঁর ত্বক আর্দ্র ও পেলব থাকে।

advertisement

এছাড়াও ত্বকের সৌন্দর্য ধরে রাখতে এবং ত্বকের টানটান ভাব ধরে রাখতে নিয়মিত ডাবের জল পান করেন তিনি। কারণ ডাবের জলে আছে ভিটামিন C, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম। আর এই সবক'টি উপাদানই ত্বকের জন্য খুব ভালো। বাজারচলতি কোনও প্রোডাক্ট নয়, হিনা বাড়িতেই একটি ফেসপ্যাক তৈরি করে নেন। তার জন্য তিনি নেন ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং চন্দন পাউডার। এর মধ্যে টম্যাটোর রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারকা দেবকে সামনে পেয়ে আবেগে ভাসল আউশগ্রাম, শেষ দিনে জমজমাট দাতা লালন মিলন মেলা
আরও দেখুন

মেক আপ তোলার সময় গোলাপজল ব্যবহার করেন হিনা আর তার পরেই মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে ভোলেন না।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Latest News: জনসমক্ষে রূপের রহস্য! হিনা খানের রূপে-লাবণ্যে কাঁপছে সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল