গত বছর রেখার জন্মদিনে, হেমা মালিনী একটি সুন্দর নোট লিখেছিলেন। তাতে লেখা ছিল “রেখা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, তুমি আমার অনেক দিনের বন্ধু, অমি সব সময় প্রর্থনা করি তুমি আনন্দে থাকো, শন্তিতে থাকো”। এই দুই অভিনেত্রী এক সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। যেমন, আপনে আপনে (Apne Apne), জান হাথেলি পে (Jaan Hatheli Pe), কেহতে হ্যায় মুঝকো রাজা ( Kahte Hain Mujhko Raja)। এছাড়াও ২০১৬-র লোকসভা নির্বাচনে হেমা মালিনীর হয়ে মথুরায় প্রচার করতে গিয়ে একটি গার্লস কলেজকে ৩৫ লক্ষ টাকা দান করেছিলেন রেখা।
advertisement
১৯৬৩ সালে তামিল ছবি ইথু সাথিয়াম (Ithu Sathiyam) দিয়ে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন হেমা মালিনী। এর পর তাঁকে সীতা অউর গীতা (Seeta Aur Geeta), শোলে (Sholay), দ্য বার্নিং ট্রেন (The Burning Train) সহ আরও হিট ছবিতে কাজ করতে দেখা যায়। ২০২০-তে সিমলা মিরচি (Shimla Mirchi) নামে একটি ছবিতে শেষ দেখা গিয়েছিল হেমা মালিনীকে। এই ছবিতে রাজকুমার রাও (Rajkummar Rao) কাজ করেছেন। ১৯৬৬ সালে তেলুগু ছবি রঙ্গুলা রত্নম (Rangula Ratnam) দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন রেখা। এর পর সিলসিলা (Silsila), উমরাও জান (Umrao Jaan), খুবসুরত (Khoobsurat) সহ বহু হিট ছবিতে দেখা গিয়েছে রেখাকে।