TRENDING:

Happy Birthday Asha Bhosle: 'সব মিষ্টি গানগুলো দিদিকে দিয়েছিলেন বর্মণ সাব', লতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশার বক্তব্য

Last Updated:

নানা সাক্ষাৎকারে নিজের সঙ্গীতজগতের সুবিস্তৃত যাত্রাপথ নিয়ে যা বলেছেন আশা, তাতে কোনও দিক থেকেই তাঁর প্রতি লতার সাহায্যের উল্লেখ আসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজ তাঁর শুভ জন্মদিন। ৮৮ তম জন্মদিনেও আশা ভোসলে (Asha Bhosle bithday) প্রসঙ্গে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সঙ্গে তাঁর কিংবদন্তি প্রতিদ্বন্দ্বিতার কথা ঘুরে-ফিরে আসে। সে কি মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে ৩১ বছরের গণপতরাও ভোসলেকে বিয়ে এবং তার পরে বিবাহবিচ্ছেদে কেরিয়ারে প্রতিষ্ঠিত দিদির কোনও সাহায্য না পাওয়া (Asha Bhosle turns 88)?
advertisement

বলা মুশকিল! তবে নানা সাক্ষাৎকারে নিজের সঙ্গীতজগতের সুবিস্তৃত যাত্রাপথ নিয়ে যা বলেছেন আশা, তাতে কোনও দিক থেকেই তাঁর প্রতি লতার সাহায্যের উল্লেখ আসেনি। সাত দশকের কেরিয়ারে দেশ এবং বিদেশের নানা ভাষায় বারো হাজারেরও বেশি গান গেয়েছেন আশা, সন্দেহ নেই, তা শুধুমাত্র কারও সাহায্য দিয়ে করা সম্ভব নয়! তাঁর অনন্য প্রতিভাই নানা সময়ে নানা সঙ্গীত পরিচালককে মুগ্ধ করেছে, তৈরি হয়েছে আশা ভোসলে-ও পি নাইয়ার (O. P. Nayyar), আশা ভোসলে- আর ডি বর্মণের (R. D. Burman) মতো কিংবদন্তি জুটি।

advertisement

আরও পড়ুন Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা

তবে ও পি নাইয়ারের ক্ষেত্রে ততটা না হলেও রাহুল দেব বর্মণের সুরে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানের সংখ্যা কম কিছু নয়। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আশা একদা জানিয়েছিলেন- "বর্মণ সাব সমস্ত মিষ্টি গানগুলো দিদিকে দিতেন। আর যখনই কিছু এক্সপেরিমেন্ট করার দরকার থাকত, তখন সেই গান তিনি আমায় দিতেন"! ধরে নেওয়া যায় কি এই বক্তব্য আশা-লতা প্রতিদ্বন্দ্বিতার সাপেক্ষেই? আশা কী বলতে চেয়েছেন যে লতা শুধু বিশেষ এক ধরনের গানেই স্বচ্ছন্দ, সুরকাররাও তেমন গানই শুধু লতাকে দিয়ে গাইয়ে থাকেন? ছক ভাঙতে গেলেই তাঁদের আসতে হয় ভার্সাটাইল আশার কাছে (Asha-Lata challenge)?

advertisement

advertisement

এই প্রসঙ্গে ফের ফিরে যাওয়া যায় আশার আরেক সাক্ষাৎকারে। সেখানে তিনি জানিয়েছেন মুম্বইয়ের এক অনুষ্ঠানের কথা, যেখানে লতার সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন। আশা বলছেন যে বিশেষ কিছু সাংবাদিক সেই সময়ে শুধু লতার সঙ্গেই কথা বলেছিলেন, আশা পাশে দাঁড়িয়ে থাকলেও তাঁরা কথা বলার মতো যথেষ্ট সৌজন্যবোধ দেখাননি! এই ঘটনার কথা উল্লেখ করে আশা বলেছেন যে সাংবাদিকদের এ হেন আচরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আর লতা বাড়ি ফিরে নিজেদের মধ্যে হাসিতে ফেটে পড়েছিলেন!

advertisement

তাহলে কী এটাই ধরে নিতে হয় যে প্রতিদ্বন্দ্বিতার কথা সংবাদমাধ্যমের তৈরি করা? না কী সরাসরি আশা কখনই কিছু বলবেন না? তবে যাই হোক না কেন, এভাবেই আশা ভোঁসলের গানে মন্ত্রমুগ্ধ হোক প্রজন্মের পর প্রজন্মে, জন্মদিনের শুভেচ্ছা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Asha Bhosle: 'সব মিষ্টি গানগুলো দিদিকে দিয়েছিলেন বর্মণ সাব', লতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশার বক্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল