TRENDING:

রিল নয়, বাস্তবে কে অমিতাভকে শাহরুখের বাবা ভাবে বলুন তো ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমিতাভ বচ্চন -বলিউডের শেহেনশা ৷ শাহরুখ খান-বলিউড বাদশা ৷ দুজনের জনপ্রিয়তায় কোন তুলনাই নেই ৷ কিন্তু কোথাও যেন অভিনেতা হিসেবে তুলনা উঠে আসে দুই সুপারহিরোর, যাতে অমিতাভ শাহরুখকে কয়েক গোলে হারাতেই পারেন ৷ ভক্তদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে ৷ তাই বিগ বি ও শাহরুখে মুখোমুখি আনতে হলে স্ক্রিপ্টও তেমন হয় ৷ মহব্বতে হোক বা কভি খুশি কভি গম ৷ কিন্তু এই অমিতাভকে শাহরুখের বাবা ভাবে একজন ৷ রিল নয়, রিয়েলে ! কে বলুন তো ? জানালেন খোদ বিগ বি ৷
advertisement

নাতনি আরাধ্যার জন্মদিনে পার্টিতে বলিউডের প্রায় সব খুদেরাই হাজির ছিল ৷ সকলেরই হট ফেভারিট অমিত দাদু ! কিন্তু শাহরুখ পুত্র আবরামের যেন ভীষণ আপন অমিতাভ ৷ কিছুতেই বিগ বি-র সঙ্গ ছাড়তে চায় না সে ৷ কারণ আর কেউ না হোক সে বিশ্বাস করে অমিতাভ তার ঠাকুরদা, বাবার বাবা !

আরও পড়ুন মা হলেন নেহা ধুপিয়া

advertisement

আর আবরামের এই ভাবনা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ ৷ খুব সুন্দর করেই লিখেছেন তিনি ৷ বলেছেন 'এই খুদেটি শুধু ভাবে না মনে প্রাণে বিশ্বাস করে যে আমিই ওর বাবার বাবা ! কেন আমি ওদের সঙ্গে থাকি না, এটাই ওর চিন্তা !' দেখুন অমিতাভের সেই পোস্ট ...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Photo Courtesy: Instagram

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রিল নয়, বাস্তবে কে অমিতাভকে শাহরুখের বাবা ভাবে বলুন তো ?