জঙ্গল সাফারি করতে গিয়ে নিজে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি৷ লিখেছেন যে, নিজের ভাল লাগাকে মর্যাদা দিলেই খুশি থাকা যায়৷ সেখানে দেখা গিয়েছে জিপে চড়ে লম্বা লেন্সের মাধ্যমে ছবি তুলছেন তিনি৷
এরই সঙ্গে আরও বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন যেগুলি তুলেছে তাঁর মেয়ে রশা থাডানি৷ ছবিগুলি এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে, তা সকলকে মুগ্ধ করেছে৷ ছবিতে জ্বলজ্বল করছে বাঘ মশাই! এবং রবিনা কন্যা সেই ছবি তোলা দেখে মনে হচ্ছে যে তিনি খুবই পারদর্শী ছবি তোলার বিষয়৷ খুবই অনবদ্য সেই ছবি, যা নিয়ে নেটিজেনদের মধ্যেও চর্চা হচ্ছে৷ সকলে তার প্রশংসা করছেন৷
সকলের একটাই কথা মা কাঁপিয়েছেন পর্দায় আর মেয়ে নিজের দক্ষতা দেখাচ্ছে পর্দার পিছনে!
রবিনা কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন বজরং নামের একটি বাঘের৷ জঙ্গল সাফারির সময় তার দর্শন মেলে৷ একসময় সেই বাঘটি রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত হয়৷ গাড়ির সামনে থেকে তাকে দেখতে পান রবিনা ও তাঁর পরিবার৷ যা দেখে তাঁরা সকলেই উচ্ছ্বসিত৷ কারণ জঙ্গলে পৌঁছতে কিছুটা দেরি হয় থাডানি পরিবারের৷ তাই তাঁরা ভেবেছিলেন যে মনের মতো জঙ্গল সাফারি হবে না৷ সেভাবে পশুদের দেখা মিলবে না এবং বাঘেরও দেখা মিলবে না বলে ভেবেছিলেন তাঁরা৷ তবে মনের ইচ্ছা তাঁদের পূরণ হয়েছে৷ সঙ্গে মেয়ের তোলা ছবিতে গর্বিত হয়েছেন মা রবিনাও৷