TRENDING:

ডাকসাইটে বলি অভিনেত্রীর মেয়ের ট্যালেন্টে কাঁপছে নেট দুনিয়া! দেখুন

Last Updated:

মেয়ের ট্যালেন্ট দেখে অবাক হলেন মা নিজেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মা বলিউডের নামী অভিনেত্রী৷ তাঁর প্রচুর ভক্ত৷ তাঁর মেয়েও যে সমান প্রতিভাবান সেটা কেউ জানতেন না৷ এবার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ধরা পড়ল সেই গোপন প্রতিভা৷ রবিনা ট্যন্ডন ও তাঁর পরিবার গিয়েছেন মধ্য প্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প দর্শনে৷ সেখানে গিয়ে মেয়ের ট্যালেন্ট দেখে অবাক হলেন মা রবিনা (Raveena Tandon) নিজেই৷ সে কথা তিনি ভাগ করে নিলেন সকলের সঙ্গে৷
advertisement

জঙ্গল সাফারি করতে গিয়ে নিজে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি৷ লিখেছেন যে, নিজের ভাল লাগাকে মর্যাদা দিলেই খুশি থাকা যায়৷ সেখানে দেখা গিয়েছে জিপে চড়ে লম্বা লেন্সের মাধ্যমে ছবি তুলছেন তিনি৷

এরই সঙ্গে আরও বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন যেগুলি তুলেছে তাঁর মেয়ে রশা থাডানি৷ ছবিগুলি এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে, তা সকলকে মুগ্ধ করেছে৷ ছবিতে জ্বলজ্বল করছে বাঘ মশাই! এবং রবিনা কন্যা সেই ছবি তোলা দেখে মনে হচ্ছে যে তিনি খুবই পারদর্শী ছবি তোলার বিষয়৷ খুবই অনবদ্য সেই ছবি, যা নিয়ে নেটিজেনদের মধ্যেও চর্চা হচ্ছে৷ সকলে তার প্রশংসা করছেন৷

advertisement

সকলের একটাই কথা মা কাঁপিয়েছেন পর্দায় আর মেয়ে নিজের দক্ষতা দেখাচ্ছে পর্দার পিছনে!

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

রবিনা কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন বজরং নামের একটি বাঘের৷ জঙ্গল সাফারির সময় তার দর্শন মেলে৷ একসময় সেই বাঘটি রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত হয়৷ গাড়ির সামনে থেকে তাকে দেখতে পান রবিনা ও তাঁর পরিবার৷ যা দেখে তাঁরা সকলেই উচ্ছ্বসিত৷ কারণ জঙ্গলে পৌঁছতে কিছুটা দেরি হয় থাডানি পরিবারের৷ তাই তাঁরা ভেবেছিলেন যে মনের মতো জঙ্গল সাফারি হবে না৷ সেভাবে পশুদের দেখা মিলবে না এবং বাঘেরও দেখা মিলবে না বলে ভেবেছিলেন তাঁরা৷ তবে মনের ইচ্ছা তাঁদের পূরণ হয়েছে৷ সঙ্গে মেয়ের তোলা ছবিতে গর্বিত হয়েছেন মা রবিনাও৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ডাকসাইটে বলি অভিনেত্রীর মেয়ের ট্যালেন্টে কাঁপছে নেট দুনিয়া! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল