বিংশ শতকের পাঞ্জাবের খ্যাতনামা লেখিকা অমৃতা প্রীতম। ১৯৪৭-এর দাঙ্গাকে কেন্দ্র করে তাঁর বিখ্যাত কবিতা ''আজ আখাঁ ওয়ারিস শাহ'' আজও পাঠকমনে অমলিন।
তাঁর রচিত ২৮টি উপন্যাসের মধ্যে অন্যতম জনপ্রিয় ১৯৫০ সালে লেখা 'পিঞ্জর'। ভারতভাগের প্রেক্ষাপটে এটাই এখনও পর্যন্ত শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। পাঠকের মনে স্থায়ী আসন করে নেয় উপন্যাসের কেন্দ্রচরিত্র 'পুরো'। ২০০৩ সালে উপন্যাসটি অবলম্বনে একটি হিন্দি ছবিও তৈরি হয়। অভিনয় করেছিলন উর্মিলা মার্তণ্ডকর ও মনোজ বাজপেয়ি।
advertisement
পাঞ্জাবির পাশাপাশি হিন্দি ও ঊর্দু ভাষাতেও সমান সাবলীল অমৃতা । ১৯৮১ সালে ভারতীয় জ্ঞানপিঠ পুরস্কার, ২০০৫ সালে পদ্ম বিভূষণে ভূষিত হন লেখিকা। ২০০৪ সালে পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার।
ডুডল-এ দেখা যায় একগুচ্ছ কালো গোলাপের সামনে বসে লিখে চলেছেন অমৃতা প্রীতম, কালো গোলাপ তাঁর আত্মজিবনী 'কালা গুলাব'-এর প্রতীক।