নতুন মাতৃত্বের কারণে নতুন করে কোনও পোস্টও করেননি ঋদ্ধিমা। একবারের জন্যেও কোনও পোস্ট করেননি গৌরব। মহা সপ্তমীর দিন প্রথম ছেলেকে প্রকাশ্যে আনলেন গৌরব-ঋদ্ধিমা। বাড়ির বারান্দায় সাবেকি পোশাকে ছোট্ট ছেলেকে কোলে সূর্যস্নাত ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা ও গৌরব।
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
পুজোর শুভেচ্ছা জানিয়ে তাঁরা লিখেছেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।’ গৌরব-ঋদ্ধিমার পারিবারিক ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ঠিক যেন হ্যাপি ফ্যামিলির পারফেক্ট নজির। ছেলের মুখ না দেখা গেলেও পুজোর আনন্দে বাড়তি রং দিয়েছে ধীর।
আরও পড়ুন: পুজোয় এবার হোক ভিন্ন স্বাদের মিষ্টিমুখ! স্পেশ্যাল মিষ্টি কিনতে ভিড় এই দোকানে
মায়ের বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তবে ভক্তদের চাহিদার শেষ নেই। ঋদ্ধিমা-গৌরবের এই ছবি দেখে সকলের একটাই চাহিদা যদি এক ঝলক দেখা যেত ছোট্ট ধীরের মুখটা। রাইমা সেন থেকে অনিন্দিতা বোস, সাহেব ভট্টাচার্য থেকে সোমরাজ সকলেই জুনিয়র চক্রবর্তীকে দেখে উচ্ছ্বসিত।